সিলেটবৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বজয়ী হাফেজদের সরকারিভাবে সম্মাননা অব্যাহত থাকুক: গোলাম আম্বিয়া কয়েস

Ruhul Amin
অক্টোবর ২০, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
বিশ্বজয়ী বাংলাদেশি ক্ষুদে হাফেজে কুরআনদের সরকারিভাবে সম্মাননা প্রদান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জমিয়ত নেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েস।

তিনি আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতর মাধ্যমে এ দাবি জানান।

সম্প্রতিকালে বাংলাদেশের ক্ষুদে হাফেজে কুরআনরা বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা শীর্ষে তুলে যাচ্ছে। কুয়েত, কাতার, দুবাই, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে শত শত দেশকে পেছনে ফেলছে।

ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস হাফেজ আবু রাহাতসহ বিশ্বজয়ী সকল হাফেজে কুরআনদের মোবারকবাদ ও শুভেচ্ছা জানান এবং তিনি মনে করেন বাংলাদেশের বিশ্বজয়ের এই ধারা অব্যাহত রাখতে হলে ক্ষুদে হাফেজদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাদেরকে উৎসাহ=-অনুপ্রেরণা দেওয়ার বিকল্প নেই।

তিনি ইসলামিক ফাউন্ডেশনসহ বর্তমান সরকারের ধর্ম মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান যে, শিগগিরই বিশ্বজয়ী সকল হাফেজে কুরাআনদের তালিকা করে একটি সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা এবং এই সম্মননা প্রদান অব্যাহত রাখা।