সিলেট রিপোর্ট :
নর্থ লন্ডন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, নাহিমা ফাউন্ডেশন ইউকে এর, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,
নাহিমা থ্রী সিস্টারস্ কিন্ডারগার্টেন স্কুল এর, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ৩নং পশ্চিম পৈলনপুর মোহাম্মদ রুহুল আমীন ফুটবল একাডেমি এর, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
ওসমানীনগর টাইমস এর চেয়ারম্যান,
আমাদের ওসমানীনগর উপজেলার গর্ব
৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব মোহাম্মদ রুহুল আমীন বলেছেন,
সাম্প্রতিক সময়ে মাতৃভূমি বাংলাদেশের ক্ষুদে হাফেজে কুরআনরা দেশের মানমর্যাদা বৃদ্ধি করছেন। এসব বিশ্বজয়ী হাফিজদের রাষ্ট্রিয়ভাবে স্বীকৃতি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
একবিবৃতে তিনি বলেন, নাজমুস সাকিব,জাকারিয়া, তাকরিম, হাফেজ আবু রাহাতসহ বিশ্বজয়ী সকল হাফেজে কুরআনদের মোবারকবাদ জানাচ্ছি।
ধর্মমন্ত্রনালয়ের মাধ্যমে জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা পদকের ব্যবস্থা করা হোক। রাষ্ট্রীয় ভাবে তাদের পিতা মাতাকে উমরা পালনের ব্যবস্থা করানোর আহবান জানাচ্ছি।