সিলেটবুধবার , ২ নভেম্বর ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বানাথে প্রথম পৌর মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান

Ruhul Amin
নভেম্বর ২, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

সিলেট রিপোর্ট :

বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সিলেটের বিশ্বানাথে প্রথম পৌর মেয়র নির্বাচিত হয়েছেন দুই বারের সাবেক উপজেলার চেয়ারম্যান মুহিবুর রহমান। 

সন্ধ্যা ৭টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিশ্বনাথে পৌরকাউন্সিলর পদে যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা হলেন- ১নং ওয়ার্ডে রাজুক মিয়া রাজ্জাক (উটপাখি), ২নং ওয়ার্ডে ফজর আলী (স্ক্রু ড্রাইভার), ৩নং ওয়ার্ডে মোহাম্মদ সুমন (উটপাখি), ৪নং ওয়ার্ডে মুহিবুর রহমান বাচ্চু (পাঞ্জাবি), ৫নং ওয়ার্ডে রফিক মিয়া (উটপাখি), ৬নং ওয়ার্ডে বারাম উদ্দিন (ডালিম), ৭নং ওয়ার্ডে জহুর আলী (পাঞ্জাবি), ৯নং ওয়ার্ডে শামীম আহমদ (পানির বোতল)।

 

 

 

অপরদিকে, সংরক্ষিত ১নং ওয়ার্ডে সাবিনা ইয়াসমিন (চশমা), ২নং ওয়ার্ডে রাসনা বেগম (আনারস) ও সংরক্ষিত ৩নং ওয়ার্ডে লাকী বেমেকে (আনারস) বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শুধু বিশ্বনাথের একটি কেন্দ্রে বিচ্ছিন্ন একটি ঘটনা ছাড়া সব এলাকায় সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়।

সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ২০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

 

এ পৌরসভায় মেয়র পদে ৭ প্রার্থী, কাউন্সিলর পদে ৬০ প্রার্থী এবং মহিলা কাউন্সিলর পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবমিলিয়ে এ পৌরসভায় ভোটারসংখ্যা ৩৫ হাজার ৪৭০ জন।