সিলেট রিপোর্টঃ
মাদীনাতুল খাইরী আল ইসলামীর চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ এর সভাপতিত্বে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসা হল রুমে ১লা ডিসেম্বর বৃহস্পতিবার “সম্মাননা প্রদান ও শিক্ষা সেমিনার” নামক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। জনপ্রিয় আবৃত্তিকারক ও উপস্থাপক কবি মিম সুফিয়ানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করেন বাংলাদেশ কাওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত মহাসচিব ও ঢাকা জামেয়া রহমানিয়া আজিজিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খুল হাদীস মুফতি মাহফুজুল হক। বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেম লেখক ও গবেষক ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম। আলোচনা করেন তরুণ শিক্ষািবিদ লেখক, জামেয়া মাদানীয়া কাজিরবাজার সিলেট এর মুহাদ্দিস মাওলানা শাহ মমসাদ আহমদ, হলিয়ারপাড়া ফাজিল (ডিগ্রি)মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মইনুল ইসলাম পারভেজ, সৈয়দপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা হাফিজ সৈয়দ রেজওয়ান আহমদ।
অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহণ করেন প্রবীণ শিক্ষাবিদ ঢাকা আবুজর গিফারী কলেজের সাবেক প্রন্সিপাল প্রফেসর তাজ উদ্দিন আহমদ, প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব মুহাম্মদ আবুহুরায়রা সাদ মাস্টার, বিশিষ্ট আইনজীবী ও সুবক্তা ড. এড. জিয়াউর রহীম শাহীন,আল-খাইর ফাউন্ডেশনের কান্ট্রি ডাইরেক্টর তারেক মাহমুদ,গোলাপগঞ্জ জামেয়ার প্রিন্সিপাল মাওলানা ইকবাল হুসাইন,স্পেন তারিক বিন জিয়াদ মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা আব্দুল কাদির আল-মাহদী,বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা সৈয়দ সাহিদ আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন রিয়াদ জামে আমীর সাউদ বিন ফাহাদ মসজিদের ইমাম মাওলানা হোসাইন হাবিবুর রহমান,বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা নূর উদ্দিন আহমদ, মাওলানা হাফিজ আতিকুর রহমান, বেফাকের সুনামগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল কাদির, জালালপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দিন,ইসহাকপু টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুনছর,শাহারপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুনিম কামালী,দারুল উলুম হবিবপুরের মুহতামিম মাওলানা আব্দুল মুমিন,ইকরা টিভি সিলেট স্টুডিও প্রধান মুহাম্মদ হাবিব প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াত ও মনমুগ্ধকর নাসিদ উপস্থাপন করে হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ।
বিগত তিন বছরের অর্ধশত হিফজ ফুজালাদের মাথায় পাগড়ী পরিয়ে দেন প্রধান আলোচক মুফতি মাহফুজুল হক ও মাদীনাতুল খাইরী আল-ইসলামীর চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ। উক্ত অনুষ্ঠানে শিক্ষার প্রতি গুরুত্ব, সন্তান গঠনে অভিভাবকের ভূমিকা ও মাদ্রাসা শিক্ষার ক্রমধারা সহবিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং অতিথি মেহমানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সকলের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন অনুষ্ঠানের সভাপতি শায়খ মাওলানা ফয়েজ আহমদ।
সকলের সার্বিক সহযোগিতায় ব্যতিক্রম ধর্মী সেমিনার সম্পন্ন করায় সকলকে মোবারকবাদ জানান বাস্তবায়ন কমিটির অন্যতম তত্বাবধায়ক মাওলানা ফজলুর রহমান, হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম ও মাওলানা সাইফুর রহমান সাজওয়ার।