সিলেটশুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মহানগর উত্তর জমিয়তের কাউন্সিল সম্পন্ন

Ruhul Amin
ডিসেম্বর ৩০, ২০২২ ৭:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন: মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা তাদের জীবনের সর্বক্ষেত্রে স্বীয় ধর্ম ইসলামকে অগ্রাধিকার দিয়ে থাকেন। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানেও অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী মুসলিম হওয়ায় জাতীয় শিক্ষা কারিকুলামেও ‘ইসলাম শিক্ষা’ অগ্রাধিকার পাওয়ার দাবী রাখে। অথচ আজ পাঠ্যপুস্তকে এই ইসলাম শিক্ষাকে গুরুত্বহীন করা হয়েছে। অন্যদিকে পাঠ্যপুস্তকে ঈমানবিরোধী গল্প, রচনা ও কবিতা যুক্ত করে মুসলিম শিক্ষার্থীদের জন্মগত ঈমানী চেতনাকে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা আজ পরিস্কার ভাষায় বলছি: এই ভয়ংকর পরিকল্পনার পরিণতি কখনোই শুভ হবে না। নেতৃবৃন্দ সরকারকে জনগণের মনের ভাষা বুঝার আহবান জানিয়ে আরো বলেছেন: ভোটাধিকার ও বাকস্বাধীনতাসহ গণমানুষের সকল মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের ইতিপূর্বেকার দাবী-দাওয়া ও প্রস্তাবনাসমুহ মেনে নিতে হবে।
২৯ ডিসেম্বর-২২ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলস্থ ক্রিড়া সমিতি মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সদস্য সম্মেলন ও কাউন্সিলে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তরের আহবায়ক মাওলানা মকবূল হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও সদস্যসচিব মাওলানা নূর মোহাম্মদ কাসেমীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা লোকমান মাজহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী আফজাল হোসাইন রহমানী, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী জাবের কাসেমী,কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতী বশীরুল হাসান খাদিমানী,ছাত্র বিষয়ক সম্পাদক মুফতী মাহবুবুল আলম,মাওলানা নূরুল আলম ইসহাকী, মাওলানা আখতারুজ্জামান,মাওলানা হাফেজ ওমর আলী,যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল,ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি এখলাসুর রহমান রিয়াদ,মুফতী আনীসুর রহমান,মাওলানা সাইফুর রহমান,মাওলানা আহমদ আলী কাসেমী,মাওলানা বিনয়ামীন,মাওলানা ফখরুল ইসলামসহ বিভিন্ন থানা থেকে আগত কাউন্সিলরবৃন্দ।
কাউন্সিলে আগামী ৩ বছর মেয়াদের জন্য শাইখুল হাদীস মাওলানা মকবূল হোসাইন কাসেমীকে সভাপতি,শাইখুল হাদীস মাওলানা লোকমান মাজহারীকে সিনিয়র সহ-সভাপতি,শাইখুল হাদীস মাওলানা নূর মোহাম্মদ কাসেমীকে সাধারণ সম্পাদক ও মুফতী জাবের কাসেমীকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট জমিয়ত ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি আগত কাউন্সিলরদের কন্ঠ ভোটে অনুমোদিত হয়।