সিলেটসোমবার , ২ জানুয়ারি ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে তাফসিরে গাজিনগরী ‘হুদাল্লিল মুত্তাকিন’র মোড়ক উন্মোচন হলো

Ruhul Amin
জানুয়ারি ২, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট : তরুণ আলেম, লেখক-গবেষক ও ইসলামি আলোচক মাওলানা শায়খ হাম্মাদ গাজিনগরীর বয়ান সংকলন ‘হুদাল্লিল মুত্তাকিন’ গ্রন্থের মোড়ক উন্মোচন আজ (২ জানুয়ারি ২০২৩) রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হয়। আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীনের সভাপতিত্বে ও মাওলানা হাসান বিন ফাহিমের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহ জালাল রাহ.’র মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান,জামিয়া দারুল কোরআন সিলেটের মুহতামীম সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী,জামিয়া দরগাহ’র শিক্ষাসচিব মাওলানা আতাউল হক জালালাবাদী,বিশিষ্ট মুফাসসিরে কোরআন মাওলানা তাফাজ্জুল হক আজিজ,শায়খুল হাদীস মাওলানা শায়খ আতাউর রহমান কোম্পানীগঞ্জী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুফতী আবুল খায়ের বিথঙ্গলী,শায়খুল হাদীস মাওলানা আশরাফ আলী মিয়াজানী,নয়াসড়ক মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ,মুফতী এহতেশামুল হক ক্বাসিমী,মাওলানা কবির আহমদ তারাপাশী,মাওলানা সাইদুজ্জামান আল হায়দার,মুফতী হাফিজ ফুযায়েল আহমদ,মুফতী তাফাজ্জুল হক,মাওলানা নোমান আহমদ,মাওলানা সাইফুল ইসলাম,জামিয়া মাদানিয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী, সিলেট জেলা পরিষদ সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দিক হুসাইন,মাওলানা সায়্যিদ সালিম ক্বাসিমী, সিলেট রিপোর্ট সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী,মাওলানা আখতারুজ্জামান তালুকদার,মাওলানা মুতিউর রহমান,মাওলানা সৈয়দ শুয়াইব আহমদ,মাওলানা এরশাদ খান আল হাবীব,
মুহাদ্দীসে গাজিনগরী গবেষণা পরিষদের সভাপতি মাওলানা আব্বাস উদ্দীন,মাওলানা জিয়াউল হক,মাওলানা মাহমুদুর রহমান মিলাদ,হাফিজ জিয়াউর রহমান,শহিদ আদনান,জোবায়ের বিন আরিফ,আসাদুজ্জামান খান,আফিফ হাসান রাসেল প্রমুখ। অনুষ্ঠানে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন হাফিজ ফাহিম আহমদ,হামদে বারী পরিবেশন করেন এইচ এম আমানুল্লাহ। অনুষ্ঠানের সভপতি শায়খ জিয়া উদ্দীনের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
বক্তারা বলেন, মাওলানা হাম্মাদ আমেরিকায় আসার পর থেকে দারুল কুরআন ওয়াস-সুন্না’য় খেদমতে আছেন। তার কুরআন-হাদিসের দালিলিক আলোচনা, ঝরঝরে কথামালায় রহস্যের সুবাস, বুদ্ধির ঝলক এবং সুসিদ্ধান্তের বিভা। তাফসিরশাস্ত্রে তাঁর বিচরণ অনেক দিন ধরে, ফলে তাঁর বর্ণনার ধারাপরম্পরায় রয়েছে আলাদা এক নতুনত্ব। সৌন্দর্য ও সৌকর্ষ। রয়েছে সাম-সাময়িক নানান বিষয় ও ঘটনাপ্রবাহ নিয়ে তথ্যনির্ভর তাত্ত্বিক আলোচনা।
দারুল আহনাফ পাবলিকেশন্স, নিউ ইয়র্ক কর্তৃক প্রকাশিত গ্রন্থটি সম্পাদনা করেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক, জালালাবাদ লেখক ফোরামের সহসভাপতি মাওলানা রশীদ জামিল। মাওলানা হাম্মাদ গাজিনগরীর ৩০টি বয়ান ৩৪৪ পৃষ্ঠার গ্রন্থে স্থান পায়।