সিলেটমঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আম্বরখানায় উইমেন্স ফাস্ট চয়েস ইলেকট্রনিক্স বিডি উদ্বোধন

Ruhul Amin
জানুয়ারি ৩, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ব্যবসা মানেই জীবনের উন্নতি। ব্যবসার মাধ্যমে যেমনি ভাবে জীবনের উন্নতি করা যায়, তেমনি ভাবে মানুষের কল্যাণও কাজ করা যায়। তিনি বলেন, হালাল ব্যবসা দ্বারা জীবনের কল্যাণ সাধিত হয়, তেমনি ভাবে হারাম ব্যবসা জীবনে নানাভাবে ক্ষতির কারণ হয়। সর্বপরি হালাল ব্যবসায় ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিহিত রয়েছে। তাই ব্যবসা যখন করতে হবেই, তখন আমরা যেন হালাল ব্যবসা করি, হারাম থেকে বেঁচে থাকি, এটাই হোক আমাদের অংগিকার।
মেয়র আরিফ ৩০ ডিসেম্বর শুক্রবার রাতে সিলেট নগরীর শুভেচ্ছা-৬২, হাউজিং এস্টেটে ‘উইমেন্স ফাস্ট চয়েস ইলেকট্রনিক্স বিডি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হাউজিং এস্টেট জামে মসজিদের মোতাওয়াল্লী চেরাগ আলীর সভাপতিত্বে ও ফার্স্ট চয়েস ইলেকট্রনিক্স বিডি’র এম.ডি আব্দুল মুকিত এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর, সাবেক ভারপ্রাপ্ত মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক প্রিন্সিপাল হায়াতুল ইসলাম আকঞ্জি, ব্রাক ব্যাংকের ইনচার্জ রেজাউর রহমান, হেক্সাস এর ইনচার্জ সুলতান আহমদ, ট্রান্সকম ইনচার্জ মতিউর রহমান, সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান, জিয়া লাইটিংয়ের সত্ত্বাধিকারী শফিকুর রহমান, ছাত্রলীগ নেতা লাহিন আহমদ প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোনাজাত পরিচালনা করেন হাউজিং এস্টেট জামে মসজিদের ইমাম।
উল্লেখ্য, সিলেটে এই প্রথম ১০০% মহিলা দ্বারা পরিচালিত শুভেচ্ছা-৬২, হাউজিং এস্টেট (সাবেক কর অফিস), আম্বরখানায় ইলেকট্রনিক্স ফ্যামিলি শোরুম- উইমেন্স ফার্স্ট চয়েস ইলেকট্রনিক্স বিডি কার্যক্রম শুরু হয়েছে।