সিলেট রিপোর্ট: মোমেনশাহীর মাইজবাড়ি ফকীরবাড়ির মরহুম মাওলানা আরিফ রব্বানী (রহ) এর বড় জামাতা এবং মরহুম মাওলানা মুহিউদ্দীন খান(র) এর ছোট ভাই হাকিম সালাহ উদ্দীন খানের শশুর মৌলবী আখতারুজ্জামান আর নেই। তিনি আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ফজরের সময়ে ত্রিশাল চুরখাই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। আজ বাদ আসর হোসেনপুর সাবরেজিষ্ট্রি অফিস ময়দানে জানাযা শেষে চরকাওনা গ্রামেরবাড়িতে মরহুমকে দাফন করা হবে।
এদিকে, ময়মনসিংহ জেলা জমিয়তে উলামাযৈ ইসলামের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীর বোনের স্বামী মৌলবী আখতারুজ্জামানের ইন্তেকালে গভীর শোর প্রকাশ করেছেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি মাহবুব উল্লাহ, নেত্রকোণা কোণা জেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, যুব বিষযক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী প্রমুখ।