সদ্য প্রকাশিত উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে তাহমিম আহমেদ লাকি।
সিলেটের ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের পাঠানটুলা শাখার এই মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন মেডিকেল (এমবিবিএস) শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে ডাক্তার হবে। লাকি ইতিপূর্বে এসএসসি পরীক্ষায়ও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল।
লাকির বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামে। তার পিতা বশির আহমদ উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
লাকি জানায়, আমার এই সফল ফলাফলের পিছনে পিতা মাতা ও শিক্ষকদের অবদান রয়েছে সবচেয়ে বেশী। তাদের প্রতি কৃতজ্ঞতা। ভবিষ্যৎ স্বপ্ন পূরণে সকলের দোয়া কামনা করি।