সিলেটশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ জেলা আ. লীগের সম্মেলন: তনুজ দে’র মতো ত্যাগীরা কি স্থান পাবে?

Ruhul Amin
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৪:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

দীর্ঘ আট বছর পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সন্মেলন হতে যাচ্ছে শনিবার । পদ প্রত্যাশী নেতাকর্মীদের তৎপরতায় সরগরম জেলার আওয়ামী রাজনীতি। রাজনৈতিক সচেতন মহল এ সম্মেলন কে ঘিরে নানা হিসেবে নিকেষ কষছেন।

বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় কেমন হবে আওয়ামী লীগের জেলা কমিটি এ নিয়ে চুলছেড়া বিশ্লেষণ ও নানা হিসেবে নিকেষ চলছে।

ত্যাগী পরিক্ষিত নেতাকর্মীরা কমিটিতে জায়গা পাবে কীনা তা নিয়ে রয়েছে ব্যাপক আলোচনা। না আবারও গত আট বছর আগের কমিটির মতো বলয় ভিত্তিক কমিটি হবে এসব এখন আলোচিত হচ্ছে।

জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে কয়েকটি বলয়ে বিভক্ত। তাঁর মধ্যে উল্লেখযোগ্য হলো জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের বলয়। এর বাহিরে শক্তিশালী বলয় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল হুদা মুকুটের বলয় ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নোমান বখত পলিন ও পৌর মেয়র নাদের বখতদের বলয়। যদিও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পৌর মেয়র আইয়ুব বখত জগলুর মৃত্যুর পর বখত পরিবারের বলয়ের আধিপত্য কিছুটা কমে যায়।

এবারের সম্মেলনে তা ফিরে আসে কীনা তা দেখার অপেক্ষায়। তাদের চার বলয়ের বাহিরে খুব একটা জায়গা কেউ করতে পারছেন না। ফলে ত্যাগী নেতাকর্মীরা হারিয়ে যাচ্ছেন। কমিটি গঠনকালে তাঁরা নিজেদের বলয় ধরে রাখতে পরিক্ষিত ত্যাগী রাজপথের নেতাকর্মীদের বাদ দিয়ে আত্মীয় স্বজন,চামচাদের কমিটিতে জায়গা করে দিতে মরিয়া হয়ে উঠেন। আবার কিছু নেতা অর্থের বিনিময়ে রাজনীতিতে কোন ত্যাগ নেই ব্যবসায়ী, প্রবাসী ও অর্থ বিত্তের মালিকদের পদ পদবি দিয়ে পুনর্বাসন করেন। এতে করে দলের দুর্দিনের পরিক্ষিত ত্যাগী নেতাকর্মীরা বাদ পড়েন।

জেলা আওয়ামী লীগের গত সন্মেলনে সক্রিয় থাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য তনুজ কান্তি দে বলয় ভিত্তিক রাজনৈতিক চর্চার রোষানলে পড়ে কমিটিতে জায়গা পাননি।

তনুজ কান্তি দে ছাত্রলীগের সফল সভাপতি হিসেবে সততা ও নিষ্টার সঙ্গে সফলভাবে নেতৃত্ব দিয়ে গেছেন। দলের দুরদিনে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে রাজপথে ২০০১ সালে বিএনপির হামলার শিকার হয়ে রক্ষাক্ত হন।

ওয়ান ইলেভেনের দুর্যোগময় দিনগুলোতে সক্রিয় আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে দিনরাত কাজ করেন। এসময় তাকে গ্রেপ্তারে তাঁর বাসায় অভিযান পরিচালিত হয়। তখন তিনি অসুস্থ বাবা- মায়ের পাশে থাকতে পারেননি। মায়ের সৎকার করতে পালিয়ে থাকতে হয়েছে।

সুনামগঞ্জ সরকারিকলেজ ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করা আওয়ামী লীগের রাজনীতিতে সার্বক্ষণিক সক্রিয় থাকা তনুজ ক্ষমতার কেন্দ্র বিন্দুতে থাকা বলয় ভিত্তিক অপরাজনীতির শিকার হয়ে কমিটিতে স্থান পাননি। রাজনীতির জন্য এত ত্যাগ তিতিক্ষার পরও জেলা আওয়ামী লীগের কমিটিতে জায়গা পাননি তিনি।

তৃণমূলের কর্মীরা বলছেন, তনুজ কান্তি দে এর মতো ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হোক এবারের সন্মেলনে। তাহলে সন্মেলনের সার্থকতা পাওয়া যাবে।নতুবা আদর্শিক সহ কেন্দ্রীয় নেতাদের সুদৃষ্টি কামনা করছেন তৃনমুলের আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন বলেন, সম্মেলনের সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। জেলার সকল উপজেলা ইউনিয়ন থেকে নেতাকর্মী আসবেন। জেলা আওয়ামী পরিবার উজ্জীবিত। জননেত্রী শেখ হাসিনা যাদের নেতৃত্ব দিবেন তাদেরকে সবাই মনে নিবেন। পুরো জেলার প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ।