আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি সুধীন্দ্রনাথ দত্তের ‘উটপাখি’ কবিতার ‘অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে’ চুম্বক অংশ তুলে ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আমরা অনেকে অন্ধ, বধির। এই কারণে আমরা অনেক ইঙ্গিত বুঝি না। অনেক কিছু ঘটে যাচ্ছে। অনেক কিছু ঘটবে। কিন্তু আমরা বুঝতে চাই না। এটা যদি কেউ বুঝতে না চায়, জোড় করে সেটা বুঝানো যাবে না। আমরা আমাদের কাজ করে যাবো। এই সিলেট সিটি করপোরেশনে আওয়ামী লীগের পকাতা উড়াতে হবে। এই কাজ আমাদের ঐক্যবদ্ধভাবে করতে হবে।
গতকাল শুক্রবার রাতে নগরীর ২৫ নং ওয়ার্ডের কায়েস্থারাইল বারখলা মুছারগাঁও দাউদপুর এলাকাবাসীর সঙ্গে আসন্ন সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন খোকনের সভাপতিত্বে বক্তব্যকালে নাদেল আরো বলেন, আনোয়ারুজ্জামান এই সিলেট শহরে বড় হয়েছেন। ছাত্ররাজনীতি করেছেন। দেশের বাইরে ছাত্রলীগ, যুবলীগের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কখনও রাজনীতির বাইরে ছিলেন না। যখন তথাকথিত ওয়ান ইলেভেনে বঙ্গবন্ধু কন্যা গ্রেফতার হলেন তখন তিনি দেশেরই বাইরে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। যদি প্রয়াত নেতা বদরউদ্দিন কামরান বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাদের মেয়র প্রার্থী নিয়ে বিকল্প ভাবতে হতো না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী, জগদীশ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইলিয়াসুর রহমান ইলিয়াস, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য জুমাদিন আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ প্রমুখ।
প্রসঙ্গত সিলেট সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে মেয়র প্রার্থী হিসেবে ‘দলের উচ্চপর্যায়ের নির্দেশনা’ পেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। অতি সম্প্রতি তিনি দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও দেখা করেন।
আনোয়ারুজ্জামান ছাড়াও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বেশ কয়েকজন নেতা রয়েছেন। তবে এখনও পর্যন্ত কেন্দ্রের ‘সু-নজরে’ থাকা আনোয়ারুজ্জামানই মনোনয়ন দৌড়ে সবার উপরে।
মনোনয়নপ্রত্যাশী অপর উল্লেখ্যযোগ্য রা হলেন- মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, যুগ্ম সম্পাদক এ টি এম এ হাসান জেবুল ও আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু। তাঁরাও নিয়মিত বিভিন্ন এলাকায় সভা-সমাবেশে অংশ নিয়ে মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ে নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন।
২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এ পর্যন্ত চারবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবার আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছিলেন নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। করোনাভাইরাস মহামারির সময় ২০২০ সালের ১৫ জুন মারা যান তিনি।