সিলেটশুক্রবার , ১০ মার্চ ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে গাঙচিলের ১৭৫ তম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন সম্পন্ন

Ruhul Amin
মার্চ ১০, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন বলেন, সাহিত্য মূলত জীবনবোধেরই প্রতিফলন। শৈশব থেকেই আমরা রূপকথার সংস্পর্শে বেড়ে উঠি। সাহিত্যের সঙ্গে আমাদের এই সংযোগ জীবনব্যাপী। কোনো দেশের সার্বিক উন্নয়নে কবি সাহিত্যিকরা পথ প্রদর্শন করে থাকেন। গাঙচিলের সাহিত্য সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। তিনি বলেন, সাহিত্য মানুষের নতুন জন্ম দান করে, তাকে পরিপূর্ণ মানবিক সত্তায় রূপ দেয়। বিভিন্ন ভাষার সাহিত্যের মধ্যে মূলত মানুষের জীবনের মর্মই ধ্বনিত হয়। এই সম্মেলনের মাধ্যমে আমরা বাংলা ও দক্ষিণ এশিয়ার সমকালীন অন্যান্য সাহিত্যের গতি-প্রকৃতি অনুধাবন করতে পারব। তিনি কবিদের কবিতা আবৃত্তি শোনে মুগ্ধ হয়েছেন উল্লেখ করে, শিশু-কিশোরদের মধ্যে সাহিত্য চর্চা ছড়িয়ে দেয়ার আহবান জানান।
এডিসি ১০ মার্চ শুক্রবার বিকাল ৫টায় পানসি ইন সিলেটের হল রুমে সিলেট গাঙচিল এর ১৭৫ তম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও লেখা পাঠের আসর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বরেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ভারতের শিলিগুড়ির কবি অনুরাধা, আসামের কবি রফিক উদ্দিন লস্কর ও কবি আফজাল হোসেন, ফারাক্কার কবি শাহাজাদ হোসেন, সামশেরগঞ্জের কবি আবুল কাশেম ও কবি এনায়েম হোসেন।
গাঙচিল সিলেট বিভাগীয় শাখার সভাপতি কবি একে আজাদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট কৃষি বিশ্বিবদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, বিশিষ্ট গল্পকার সেলিম আউয়াল, কাব্যকথা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জালাল খান ইউসুফী, বঙ্গবন্ধু লেখক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের সৈয়দ শামীম ও ডা. আব্দুল মজিদ। বঙ্গবন্ধু লেখক পরিষদের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি রোকসানা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে গাঙচিলের শিশুদের জাতীয় সংগীত পরিবেশনের
মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন গাঙচিলের প্রতিষ্ঠাতা মহাপরিচালক খান আক্তার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন গাঙচিল সিলেট জেলা শাখার সভাপতি এইচ আই হামিদ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ মুরসালিন হক ও পবিত্র গীতাপাঠ করেন ডাঃ প্রসেন চন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন সিলেট কবিতাকুঞ্জের সভাপতি ডাঃ শামসুন নূর মানব, বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক গল্পকার শহিদুল ইসলাম লিটন, গাঙচিল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, গাজী শমসাদ, জিয়াউর রহমান, নাহিদা পারভীন নিলু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও অতিথিদের সংগঠনের মধ্য দিয়ে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে আনোয়ারা শিল্পীগোষ্ঠীর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।