সিলেট রিপোর্টঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে এক কিশোরীকে (১৪) ধর্ষণ চেষ্টার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের গত শনিবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো, বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামের হোসেন মিয়ার ছেলে মারুফ আহমদ (১৯) ও জগন্নাথপুর উপজেলার পইলবাগ গ্রামের আলাউদ্দিনের ছেলে শফির ?উদ্দিন (১৯)। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ১০ই মার্চ গ্রেপ্তারকৃত দু’জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্তদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরীকে স্থানীয় মিরপুর বাজারের বারকাত হোটেল শ্রমিক মারুফ আহমদ বেশ কিছুদিন ধরে বাজে প্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এ সময় আগে থেকে ওতপেতে থাকা অভিযুক্তরা তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। তখন ওই কিশোরীর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। যার পরিপ্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।