সিলেটশনিবার , ১৮ মার্চ ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘যাকাত সম্প্রসারণে সামাজিক উদ্যোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Ruhul Amin
মার্চ ১৮, ২০২৩ ৮:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ ‘যাকাত সম্প্রসারণ কার্যক্রম’–এর উদ্যোগে সিলেট মহানগরীতে “যাকাত সম্প্রসারণে সামাজিক উদ্যোগ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ ২০২৩, বিকাল ৩টায় আম্বরখানা গার্লস স্কুল এণ্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সেমিনারের প্রধান উদ্যোক্তা ড. মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ। কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাদ্দিস আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ অধ্যাপক সৈয়দ একরামুল হক। বিশেষ অতিথি ছিলেন ‘যাকাত সম্প্রসারণ কার্যক্রম’-এর প্রতিষ্ঠাতা সৈয়দ হাম্মাদুল কারীম। সেমিনারে প্রধান আলোচক ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমী, ইসলামিক ফাউণ্ডেশন, সিলেটের উপ পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম। জাকাত বিষয়ক সচেতনতা এবং একটি সুষ্ঠু ও কল্যাণকর জাকাত পরিবেশ তৈরিতে সামাজিক উদ্যোগ সবচেয়ে কার্যকারী হিসাবে বক্তাগণ সেমিনারে অভিমত প্রকাশ করেন। সেইসাথে এ বিষয়ে সম্ভাব্য সামাজিক উদ্যোগ বিষয়েও তাঁরা আলোচনা করেন।

সেমিনারে সম্মানিত অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকীম, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মাখছুছুল কারীম চৌধুরী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, এড. মোঃ লোকমান আহমদ, ডাক্তার সৈয়দ খুররাম, অধ্যক্ষ আতিকুর রহমান, সৈয়দ ওবায়দুল হক, এড. মোঃ কামরুল ইসলাম, মোঃ সুজন খান, এড. রেজাউল হক, মোঃ মাসুদুর রহমান, কারী মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা মোবারক হোসেন, হাফিজ সৈয়দ হুম্মাম, মাওলানা ফখরুল আমীন, কিশওয়ার মোশাররফ, হেলাল হামাম, মোঃ রাসেল, মোঃ জাফর ইকবাল, মাওলানা জাহাঙ্গীর আহমদ প্রমূখ। সভাশেষে উপস্থিত সকলের হাতে হাতে জাকাত (একটি সংক্ষিপ্ত গাইড লাইন) ভাঁজপত্র প্রদান করা হয়।