সিলেটশনিবার , ১৮ মার্চ ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভা

Ruhul Amin
মার্চ ১৮, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড (বি.আই.ডি.সি. খাদিমপাড়া) শাখার উদ্যোগে ১৮ মার্চ শনিবার বেলা ১১টায় খাদিমপাড়াস্থ বি.আই.ডি.সি গেইটে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

সংগঠনের ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড শাখার সভাপতি খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুসলিম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি বিপু মিয়া, সহ সাধারণ সম্পাদক ফরহাদ কবির, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, সদস্য জামাল আহমদ, শফিক মিয়া, আবুল কালাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবু বকর সিদ্দিক বলেন, যাত্রীদের কম খরচে সেবার মাধ্যমে ব্যাটারী চালিত রিক্সা কাজ করে যাচ্ছে। স্কুলের শিক্ষার্থী, অফিস-আদালত সহ স্বল্প আয়ের মানুষ কম করছে দ্রুত গন্তব্যে পৌছতে ব্যাটারী চালিত রিক্সায় যাতায়াত করে থাকেন। কিন্তু বিভিন্ন সময় কোন কারণ ছাড়াই রিক্সা আটক করে চালকদের হয়রানি করে আসছে। যা অমানবিক। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময় শ্রমজীবী মানুষ খুবই কষ্টের মধ্যে আছে। আসন্ন পবিত্র রমজান মাসে শ্রমিকদের প্রতি সহানুভুতি দেখানো প্রয়োজন। তিনি শ্রমিকদের কল্যাণে সবাইকে সহযোগিতা করার আহবান জানান।