সিলেট রিপোর্ট: ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর কার্যনির্বাহী কমিটির বৈঠক সম্পন্ন । আজ রাত ৯ টায় দলীয় অফিসে ( বন্দর বাজার ) মোহাম্মদ আবুল খায়ের’র সভাপতিত্বেেএবং নুরুল ইসলাম এর পরিচালনায় সভা শুরু হয়। উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,
সহ-সাধারণ সম্পাদক যাকি হাসান, অর্থ সম্পাদক মাহবুবুল হক্ব, সমাজ সেবা সম্পাদক এম সাকির আলম, পাঠাগার সম্পাদক আজমল আহমদ, দফতর সম্পাদক, মীর আঈনুল হক্ব, সদস্য,আবুল হাসানাত শিহাব,মোহাম্মদ আলী, মুজাম্মিল আহমদ প্রমুখ।