সিলেটরবিবার , ২১ মে ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দরগাহ মাদরাসার মুহতামিম নিযুক্ত হলেন মাওলানা মাশুক উদ্দিন

Ruhul Amin
মে ২১, ২০২৩ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

▫️

সিলেট রিপোর্টঃ সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল রহ. সিলেট’-এর ভারপ্রাপ্ত মুহতামিম ও সদরুল মুদার্রিসীন (শিক্ষকপ্রধান) নির্বাচিত হয়েছেন মাওলানা মাশুক উদ্দীন (বড়বাড়ী হুজুর)।

গতকাল ২০ মে শনিবার বিকেলে মাদরাসার কার্যকরী পরিষদের বৈঠক শেষে মুহতামিম (ভারপ্রাপ্ত) হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, গত ১৭ মে (বুধবার) জামেয়ার মুহতামিম মুফতি মুহিব্বুল হক (গাছবাড়ী হুজুর) ইনতিকাল করলে মুহতামিমের পদ শূন্য হয়।
পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত তখনও সর্বসম্মতিক্রমে উপস্থিত দায়িত্ব অর্পণ করা হয় জামেয়ার প্রবীণ এ শিক্ষককে।

মাওলানা মাশুক উদ্দীন ১৯৫৯ সালের ১২ জানুয়ারি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা (বড়বাড়ী) গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রদের কাছে ‘বড়বাড়ী হুজুর’ নামেই প্রসিদ্ধ।

১৩৯৯ হিজরি মুতাবেক ১৯৭৯ ঈসায়ীতে জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল রহ. সিলেট থেকে তিনি কৃতিত্বের সাথে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। তিনি আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদীস পরিক্ষায় বোর্ডে ৪র্থ স্থান অধিকার করেন। একই বছরের ২০ শাওয়াল তিনি জামেয়া দরগায় শিক্ষক হিসেবে যোগদান করার মাধ্যমে কর্মজীবনে পদার্পণ করেন। অদ্যাবধি তিনি জামেয়ার সিনিয়র মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

দরদী, প্রচারবিমুখ, নিভৃতচারী, অমায়িক ও ব্যক্তিত্ববান এ দায়িত্বশীলের নেতৃত্বে জামেয়ার আগামীর চলার পথ হোক আরও মসৃন—এই প্রত্যাশা।