সিলেটবুধবার , ২৪ মে ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করবে সরকার!

Ruhul Amin
মে ২৪, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

এতদিন বিষয়টি গুজবের মতো ছিল। বলা হচ্ছিল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করা হতে পারে। এ খবর যে গুজব না, তার প্রমাণ দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, সরকার পিটিআইকে নিষিদ্ধ করা নিয়ে জোরালো চিন্তাভাবনা করছে। তার মতো একজন হেভিওয়েট মন্ত্রী যখন এ কথা বলেছেন, তখন বোঝার বাকি থাকার কথা নয় যে, পিটিআই ও ইমরানের ওপর কি পরিমাণ চাপ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ইমরান খানের সরকারে মানবাধিকার বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালনকারী শিরিন মাজারি এবং বেশ কয়েকজন এমপি, মন্ত্রী পিটিআই ত্যাগ করেছেন। তাদের কেউ কেউ পিটিআই এবং ইমরান খানের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছেন। বলা হচ্ছে, ‘এস্টাবলিশমেন্ট’ হিসেবে পরিচিত সেনাবাহিনীর চাপে এসব নেতা পদত্যাগ করেছেন। ইমরান খানও একে ‘জোরপূর্বক বিচ্ছেদ’ হিসেবে অভিহিত করেছেন। ফলে ক্রমশ পাকিস্তানের রাজনীতি গভীর থেকে গভীর সঙ্কটে পড়ছে, এতে কোনো সন্দেহ নেই।এ অবস্থায় পিটিআইকে নিষিদ্ধে সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে বুধবার জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।