সিলেটবৃহস্পতিবার , ২৫ মে ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর সিটি নির্বাচন: জাল ভোট দেয়ার চেষ্টা, নৌকার সমর্থক গ্রেপ্তার

Ruhul Amin
মে ২৫, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

 

ডেস্ক রিপোর্ট: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাল ভোট দেয়ার চেষ্টা করায় জাহাঙ্গীর আলম নামে নৌকার এক সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর ভোগড়া ১৫ নাম্বার ওয়ার্ডের ১০৩ নং উম্মুল কুরা হিফজ মাদরাসা কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার আটক করা হয়।

কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার আব্দুল লতিফ মানবজমিনকে বলেন, জাল ভোট দেয়ার চেষ্টা করায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তার জাহাঙ্গীর মোবাইল ফোন নিয়ে অবৈধভাবে কেন্দ্রে প্রবেশ করে জাল ভোট দেয়ার চেষ্টা করেন। এসময় দায়িত্বরত পোলিং এজেন্টরা বাধা দেন। পরে ভ্রাম্যমাণ আদালত এসে তাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যান।

এদিকে ভোগড়ার দুই কেন্দ্রে টেবিল ঘড়ির এজেন্টদের দেখা যায়নি। কেন্দ্র দুটি হল ১০৩ নং ভোগড়া উম্মুল হিফজ মাদরাসা কেন্দ্র ও ভোগড়া ৪০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্র দুটির প্রিসাইডিং অফিসার জানান, জায়েদা খাতুনের এজেন্টরা স্বাক্ষর দিয়েছেন। কিন্তু তারা কেন্দ্রে উপস্থিত হননি। টেবিল ঘড়ির এজেন্টদের উপস্থিতি ছাড়াই ভোটগ্রহণ চলছে।