সিলেটশনিবার , ২৭ মে ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘কাদিয়ানীদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করবে যারা আলেমদের সমর্থন তারাই পাবে’

Ruhul Amin
মে ২৭, ২০২৩ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ
‘যে সরকার কাদিয়ানীদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করবে আলেমদের সমর্থন তারাই পাবে’
বলে মন্তব্য করেছেন সিলেটের শীর্ষ উলামায়ে কেরাম। স্মরণকালের বৃহত সমাবেশে সর্বদলীয় আলেমগণ অভিন্নসুরে বলেন ‘যারা শেষ নবীকে অস্বীকার করে তারা কাফের, তাদের সকল পণ্য সামগ্রি বর্জন করুন’।
শনিবার (২৭ মে) সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে উলামা পরিষদ বাংলাদেশ এর ডাকে বিভাগীয় খতমে নবুওয়ত মহাসমাবেশে সভাপতিত্ব করেন যথাক্রমে মাওলানা শায়খ জিয়া উদ্দিন, মাওলানা আলিম উদ্দিন দুর্লভপুরী ও মাওলানা মুহসিন আহমদ।
মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আহমদ সগীর, মাওলানা রশিদ আহমদ এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন-বরুনার পীরসাহেব মুফতি রশিদুর রহমান ফারুক, শায়খুল হাদিস নূরুল ইসলাম খান সুনামগঞ্জী, মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মুহিউল ইসলাম বুরহান, শায়খ আব্দুল বছির সুনামগঞ্জী, শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমান, মাওলানা মজদুদ্দিন আহমদ, শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা হিলাল আহমদ হরিপুরী, মাওলানা ইউসুফ খাদিমানী, মাওলানা আবুল খয়ের বিথঙ্গলী, মাওলানা জুনাইদ আহমদ ইবনে গাছবাড়ী, মাওলানা জুনায়েদ আহমদ কিয়ামপুরী, ফুলতলী রহ. এর দৌহিত্র মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা নূর আহমদ কাসেমী, মাওলানা সালেহ আহমদ হামিদী,মাওলানা খলিলুর রহমান, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী,
মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ প্রমুখ।
দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই সমাবেশ শুরু হয়।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র, বিএনপি নেতা
আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

সংগঠনের সহসভাপতি মাওলানা রেজাউল করিম জালালী, সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা আহমদ কবির, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা আবুল হোসেন চতুলী, মাওলানা নিয়ামতুল্লাহ খাসদবিরী, মাওলানা রেজাউল করিম আবরার,
মাওলানা জিলাল আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা আরো বলেন,
ইসলামের সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে অস্বীকারকারী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী ‘কাদিয়ানী সম্প্রদায়কে’ রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি দীর্ঘ দিনের। যে সরকারের আমাদের দাবী মেনে নিবেন এদেশের তৌহিদীজনতার সাপোর্ট পাবেন সেদল।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, কাদিয়ানীদের কোনো অপতৎপরতা আলেম-উলামা, পীর-মশায়েখ অধ্যুষিত এই সিলেটে বাস্তবায়ন হতে দেবো না।
আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমি কাদিয়ানী ইস্যুতে উলামা পরিষদ আয়োজিত আজকের মহাসমাবেশের প্রদানকৃত সকল বক্তব্যের প্রতি সহমত পোষণ করছি।’