নিজস্ব প্রতিবেদক, সিলেট রিপোর্ট :
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা) ও জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল) কে কারন দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার বিকেলে এই দুই মেয়রপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেন সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিসার ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়- সিটি করপোরেশন আচরণবিধি ২০১৬ এর বিধি ৫ অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে প্রচারণা শুরু করতে পারবেন না। যে কারণে এ দুই প্রার্থীকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিলের জন্য অনুরোধ করা হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ফলে সকল প্রার্থীরা ২ জুন থেকেই প্রচারণা শুরু করার কথা। আর আগামী ২১ জুন ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।