সিলেটশুক্রবার , ২ জুন ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল মতিন শায়খে নন্দিরগ্রামী আর নেই

Ruhul Amin
জুন ২, ২০২৩ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ

সিলেটের গোয়াইনঘাটের প্রখ্যাত আলেম, জামিয়া মুশাহিদিয়া খাগাইল কোম্পানীগঞ্জ মাদরাসার ৪৪ বছরের শিক্ষক মাওলানা আব্দুল মতিন শায়খে নন্দিরগ্রামী আর নেই। তিনি আজ ১জুন রাত ১০ ঘটিকার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহি রাজিউন।
আমেরিকা প্রবাসী, বিশিষ্ট লেখক-সাংবাদিক, ইয়র্কবাংলা সম্পাদক এবং সিলেট রিপোর্ট এর সম্পাদক মন্ডলীর সভাপতি মাওলানা রশীদ আহমদ
Ahmed Rashid
এর পিতা মাওলানা শায়খ আব্দুল মতিন (রহ)
আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ) এর শাগরেদ ছিলেন।

মাওলানা শায়খ আবদুল মতিন নন্দিরগ্রামী
১৯৩৮ সালে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের মানাউরা গ্রামের এক দ্বীনদার পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতার নাম ইসহাক আলী। ৪ ভাই ৫ বোনের মধ্যে তিনি ষষ্ঠ ছিলেন।
১৯৭২ সালে কানাইঘাট দারুল উলুম মাদরাসা থেকে দাওরায়ে হাদীস উত্তীর্ণ হন।
আধ্যাত্মিক ময়দানে খলিফায়ে বায়মপুরী মাওলানা আব্দুল করিম ছত্রপুরী (রহ) এর কাছে বায়াত হন। ১৯৮৮ সালে ছত্রপুরী রহ. কর্তৃক ইযাযত ও খেলাফত প্রাপ্ত হন। সিয়াসি ময়দানে তিনি ছাত্র জীবন থেকেই জমিয়তে উলামায়ে ইসলামের সাথে সম্পৃক্ত ছিলেন।
মৃত্যু কালে মাওলানা আব্দুল মতিন (রহ) ছেলে, মেয়ে,স্ত্রী সহ অনেক গুণগ্রাহী রেখেযান।
আমরা সিলেট রিপোর্ট এর পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।
আল্লাহপাক মরহুমকে জান্নাতবাসী করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ছবরে জামীল দান করুন।