সিলেট রিপোর্ট: আবুল হাসনাত শিহাব: অদ্য ১৫-০৬-২৩ ইং রোজ বৃহস্পতিবার, উপজেলা জমিয়ত কার্যালয়ে শাখা সভাপতি আইয়ূব খাঁন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসআদ আহমদ তালুকদার এর পরিচালনায় ছাত্রনেতা নাসরুল্লাহ আল হাবীব এর কুরআন তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র ঘোষিত দু’মাস ব্যাপি সদস্য সংগ্রহ অভিযান ২০২৩-এর দিরাই উপজেলার ধারাবাহিক কার্যক্রমের সূচনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা জমিয়তের সভাপতি শায়েখ মাওলানা মুহি উদ্দীন কাসিমী, সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সদ্য বিদায়ী সভাপতি মাওলানা ওবায়দুল হক চৌধুরী, জেলা ছাত্র জমিয়তের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছাত্রনেতা জিয়াউল করিম, দিরাই উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ রাজী, সহ-সাংগঠনিক সম্পাদক উবায়দুল্লাহ তাহমিদ,
উপজেলা ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কয়েস তালুকদার, দিরাই পৌর ছাত্র জমিয়তে সাবেক সহ-সভাপতি মাওলানা সাদিকুর রহমান, প্রচার সম্পাদক হাম্মাদ বিন আব্দুল আওয়াল, কলেজ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান ইমাম, অফিস সম্পাদক নাসরুল্লাহ আল হাবীব, হাফিজ আব্দুল হালিম প্রমুখ বিভিন্ন শাখা সমূহের দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠান পরবর্তী কার্যনির্বাহী কমিটির বৈঠক সম্পন্ন করা হয়।
প্রচারেঃ
হাম্মাদ বিন আব্দুল আওয়াল।
প্রচার সম্পাদক,
ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখা।