সিলেটবুধবার , ২১ জুন ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

১১৬ দেশের প্রতিযোগিতায় সিলেটের হাফিজ আবু তালহার কৃতিত্ব, নাগরিক সংবর্ধনা ২৫ জুন

Ruhul Amin
জুন ২১, ২০২৩ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ লিবিয়ার রাজধানী ত্রিপলীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১৬ টি দেশের প্রতিযোগীদের মধ্যে কৃতিত্ব অর্জন করেছেন বাংলাদেশের আবু তালহা।
জানাগেছে,বিগত ১৩ জুন ২০২৩, মঙ্গলবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিলেটের জকিগঞ্জের ছেলে হাফিজ আবু তালহা দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশের পতাকাকে আবারো বিশ্ব দরবারে উচ্চকিত করায় আগামী ২৫ জুন, রবিবার, বেলা ২ ঘটিকার সময় এমএ হক চত্বরে জকিগঞ্জবাসীর পক্ষ থেকে এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।

এ লক্ষে মঙ্গলবার বাদ আসর জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতী আবুল হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মুখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জকিগঞ্জ পৌরসভার মেয়র আবদুল আহাদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুস সবুর, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম আলী হায়দার, প্রবীণ শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, প্রবীণ আলিম শায়খ মাওলানা ফয়জুর রহমান,৫ নং জকিগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, জামেয়া মোহাম্মদিয়া দারুস সুন্নাহ লামারগ্রামের শিক্ষা সচিব শায়খ মাওলানা আবদুস সাত্তার, প্রবীণ আলিম মাওলানা কুতুব উদ্দিন,মাওলানা নেজাম উদ্দিন, মাওলানা আলাউদ্দিন তাপাদার, মাওলানা কেএম মামুন,সাংবাদিক এনামুল হক মুন্না,মাইজকান্দি মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আবদুস সবুর,জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী এমএ কুদ্দুস, মোহাম্মদ আবদুল কাইয়ূম, মাওলানা মাহমুদুর রহমান শিপার,মাওলানা আবদুস সালাম, মাওলানা আবদুল কাদির,আজাদ আহমদ ও আবদুল হামিদ প্রমূখ।
সভায় আগামী ২৫ জুনের সংবর্ধনানুষ্ঠানে সবার সহযোগীতা ও উপস্থিতি কামনা করা হয়।