সিলেটসোমবার , ১০ জুলাই ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইউকে জমিয়ত লন্ডন মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন মাওলানা আশফাক সভাপতি, মুফতি সৈয়দ রিয়াজ সেক্রেটারী নির্বাচিত

Ruhul Amin
জুলাই ১০, ২০২৩ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ আকাবির, আসলাফ ও অনুসরণীয় পূর্বসূরিদের স্মৃতিতে অম্লান সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের ইতিবাচক কার্যক্রমকে গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠিত হয়ে গেল ইউকে জমিয়ত লন্ডন মহানগর শাখার কাউন্সিল অধিবেশন। গত ৮ জুলাই শনিবার পূর্ব লন্ডনের লিমেডিসন মিলনায়তনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এ অধিবেশনে সভাপতিত্ব করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি আবদুল মুনতাকিম ও লন্ডন মহানগর জমিয়তের সভাপতি হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী। সঞ্চালনার দায়িত্ব পালন করেন লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারি মাওলানা শামসুল আলম কিয়ামপুরী ও ইউকে জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ। অধিবেশন শেষে ২০২৩ —২০২৬ সেশনের জন্য ইউকে জমিয়তের লন্ডন মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে বিশিষ্ট সংগঠক আলেম মাওলানা আশফাকুর রাহমান কে সভাপতি ও মুফতি সৈয়দ রিয়াজ আহমদ কে জেনারেল সেক্রেটারী করে ৩১ সদস্য বিশিষ্ট লন্ডন মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করেন ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ তামিম আহমদ। অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা শামসুল আলম কিয়ামপুরী,জয়েন্ট সেক্রেটারি মাওলানা নাজমুল হাসান, ট্রেজারার হাফিজ জিয়া উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক তরুণ আলেম মাওলানা মাসূম আহমদ বিন শায়খে কৌড়িয়া, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই প্রমুখ। লন্ডন মহানগর শাখার কাউন্সিল অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ইউকে জমিয়তের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আশফাকুর রহমান,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস,
ইউকে জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ,ইউকে জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হাসান,ইউকে জমিয়ত হ্যাকনি শাখার সেক্রেটারি হাফিজ রশিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আরিফ আহমদ,নিউহাম শাখার সভাপতি হাফিজ জিয়াউদ্দিন,ওয়েস্ট লন্ডন শাখার সেক্রেটারি মাওলানা শামসুল ইসলাম, তরুণ আলেম মাওলানা মাসূম আহমদ বিন শায়খে কৌড়িয়া,বাংলাদেশ থেকে নবাগত সিলেট জেলা যুব জমিয়তের অর্থ সম্পাদক হাফিজ মাওলানা নিজাম উদ্দিন সিদ্দিকী জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর থানা শাখার প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই ও জমিয়ত নেতা হাফিজ মাওলানা শোয়াইব আহমদ।
সভায় সভাপতির বক্তব্যে মুফতি আবদুল মুনতাকিম বলেন জমিয়তে উলামায়ে ইসলাম যুগে যুগে আল্লাহর দ্বীন পবিত্র ইসলাম রক্ষায় উৎসর্গপ্রাণ পূণ্যাত্মা পূর্বসূরী তথা আসলাফ আকাবির এর রেখে যাওয়া এক আমানত। জমিয়তে উলামায়ে ইসলাম মূলতঃ ঐসব আল্লাহর খাছ বান্দাদের মহান স্বর্ণালী ধারাবাহিকতার অপর নাম,দ্বীনের হেফাজতের সূত্রে যাঁদের সাথে প্রতিটি মুমিন মুসলমানের অবিচ্ছেদ্য আধ্যাত্মিক সম্পর্ক একটি অনস্বীকার্য বাস্তবতা।
আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইসলাম পালনের নির্দেশ দিয়েছেন। বাস্তবতা হলো দ্বীনের সমুহ বিধি বিধানের পরিপূর্ণ বাস্তবায়ন রাজনৈতিক ক্ষমতা অর্জন, নেতৃত্বের আমানত বহন ও শক্তি সঞ্চয়ের কোরআনী নির্দেশ পালন ছাড়া কোন ভাবেই সম্ভব নয়। অপর দিকে হাদীস মোতাবেক আকাবির আসলাফের অনুসৃত পথ অবলম্বনই সাফল্যের সোপান। সেমতে বর্তমান যুগসন্ধিক্ষণে জমিয়তে উলামায়ে ইসলামের মাদানী সম্বল কে পুঁজি করে সময়োপযোগী কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমাদেরকে মনজিলে মকসুদের পথে অগ্রসর হওয়ার প্রাণান্তকর চেষ্টা অব্যাহত রাখা সময়ের অনিবার্য দাবি। জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে, বড়দের দীর্ঘকালীন ঐক্য প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপের সাথে আন্তরিকতার সর্বোচ্চ পরিচয় দিয়ে ত্যাগের উত্তম ও সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে। আকাবির আসলাফের জীবন্ত নমুনা হযরত শায়খুল হাদীস মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী রাহমাতুল্লাহির বিশেষ তত্ত্বাবধানে ও তাঁর সঠিক দিকনির্দেশনা মেনে ইউকে জমিয়ত সহীহ উসূল ও নীতির উপর আজ অবধি একটা অটল ও অবিচল অবস্থানে নিজেকে অধিষ্ঠিত রাখতে সক্ষম রয়েছে। এজন্য আমরা সাথী সঙ্গীদেরকে এমর্মে পূর্ণ আত্ম বিশ্বাস নিয়ে আশ্বস্ত করতে চাইযে, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও শরয়ী কানুনের দিক বিবেচনায় একটা নির্ভেজাল অবস্থান ই আমাদের পথচলার পাথেয়। ইউকে জমিয়ত লন্ডন মহানগর কমিটির সাবেক দায়িত্বশীলবৃন্দকে হৃদয়ের গভীরে থেকে শুকরিয়া জানাই যে তারা নবগঠিত কমিটিতে কিছু নতুন চেহারা যোগ করে জমিয়তের কার্যক্রম কে গতিশীল করার পথ উন্মুক্ত করেছেন।
পরিশেষে মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সভার শেষ অধিবেশনের সভাপতি মুফতি আবদুল মুনতাকিম।
কাউন্সিল অধিবেশন শেষে ২০২৩ —২০২৬ সেশনের জন্য ইউকে জমিয়তের লন্ডন মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বশীল যথাক্রমে সভাপতি মাওলানা আশফাকুর রহমান,
সিনিয়র সহ সভাপতি মাওলানা শামছুল আলম কিয়ামপুরী,সহ সভাপতি হাফিজ মাওলানা ইলিয়াছ,সহ সভাপতি হাফিজ গিয়াস উদ্দিন,সহ সভাপতি মাওলানা সৈয়দ নাঈম আহমদ,সহ সভাপতি
হাফিজ রশিদ আহমদ,সহ সভাপতি মাওলানা
হাফিজ মাওলানা মুশতাক,
সাধারণ সম্পাদক
সৈয়দ রিয়াজ আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক
মাওলানা নাজমুল হাসান,সহ সাধারণ সম্পাদক
মাওলানা আব্দুল গাফফার,সহ সাধারণ সম্পাদক
মোহাম্মদ আরিফ আহমদ,সাংগঠনিক সম্পাদক
হাফিজ মাওলানা মাছুম আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা খালিদ আহমদ,সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা নিজাম উদ্দীন সিদ্দিকী,অর্থ সম্পাদক
হাফিজ জিয়া উদ্দীন,
প্রশিক্ষণ সম্পাদক
মাওলানা নাজমুল হোসাইন,তাফসীরুল কুরআন বিষয়ক সম্পাদক
হাফিজ মাওলানা হুসাইন বিন ইমাম উদ্দীন,প্রচার সম্পাদক
হাফিজ মাওলানা আব্দুল হাই,সহ প্রচার সম্পাদক
হুসাইন আহমদ,ওয়েলফেয়ার সম্পাদক
মাওলানা তারেক চৌধুরী,যুব বিষয়ক সম্পাদক
মিলাদ আহমদ,দাওয়াহ বিষয়ক সম্পাদক
হাফিজ মাওলানা শুয়াইব আহমদ।
নির্বাহী সদস্য-মোহাম্মদ সুবা বিন নাযির,হাজী সুহেল চৌধুরী,রায়হান আহমদ,হাফিজ সোহান,সাদেক আহমদ প্রমুখ।