সিলেটশুক্রবার , ১৬ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্বশ্রদ্ধ সালাম

Ruhul Amin
ডিসেম্বর ১৬, ২০১৬ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ রুহুল আমীন নগরী :: আজ ১৬ ই ডিসেম্বর, রক্তস্নাত বিজয়ের ৪৫ বছর। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের দিন আজ। লাখো শহীদ আর অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সাড়ে চার দশকে প্রিয় মাতৃভূমি। নানা চড়াই-উৎরাই আর প্রতিবন্ধকতা পেরিয়ে আজ অদম্য এক বাংলাদেশ। স্বাধীনতা অর্জনের পর শূন্য থেকে শুরু করা একটি দেশ সাড়ে চার দশকে অর্জন, উৎপাদন আর সক্ষমতায় রীতিমতো বিস্ময়কর এক উদাহরণ।  পাকিস্তানি জালেম গোষ্ঠির কৃপানল থেকে  মুক্তি পেতে ১৯৭১ সালে ৯ মাসের তুমুল যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের আবির্ভাব হয়েছে, বিজয়ের ৪৬তম বার্ষিকীতে সেই অকুতোভয় বীর বাঙালি সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে জাতি। আজ শুক্রবার বিজয় দিবসের শুরুতে ফুলে ফুলে ভরে উঠেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা। আবালবৃদ্ধবনিতার পদভারে মুখরিত স্মৃতিসৌধ এলাকা। লাল সবুজের দখলে রাজপথ থেকে শুরু করে অলিগলি, জীর্ণ একতলা বাড়ির ছাদ থেকে সুউচ্চ ভবনের ছাদ, দ্বিচক্র যান থেকে শুরু করে সব ধরনের গাড়ি-সবখানে উড়ছে বিভিন্ন আকৃতির লাল-সবুজ পতাকা। বঙ্গবন্ধুর বজ্র ভাষণ আর মুক্তিযুদ্ধের সময়ের জাগরণী গানে বিশেষ করে রবি ঠাকুরের আমার সোনার বাংলা’র পাশাপাশী জাগ্রত কবি মুহিব খানের ইঞ্চি ইঞ্চি মাঠি সোনার চেয়ে খাটি গানে সিলেটসহ গোটা বাংলাদেশের আকাশ-বাতাস  মুখরিত হয়ে উঠেছে। দেশের শ্রেষ্ঠসন্তান বুদ্ধিজীবী এবং একাত্তরের মানবতাবিরোধী অপরাধে কয়েকজনের রায় কার্যকর করে এবারের বিজয় দিবস পালন করছে রাষ্ট্র।। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের স্বশ্রদ্ধ সালাম।  যাদের জীবন উৎসর্গে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই আজকের এই দিনে আমাদের সকলের মুখে ও কাজে উচ্চারিত হোক সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়। বিভাজন অনৈক্য-হানাহানি পিছনে ফেলে শপথ নেই এগিয়ে যাওয়ার । ভিনদেশী অশোভ শক্তির বিরুদ্ধে সবচাইতে বেশী প্রয়োজন আমাদের রাজনৈতিক ঐক্য। নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সমন্বিত প্রচেষ্ঠায় গণতন্ত্রকে সুসংহত করে জাতিয় কল্যাণের চিন্তার বিকল্প নেই। আল্লাহপাক আমাদের সবাইকে দেশের পক্ষে কাজ করার তাওফিক দিন।