সিলেটশুক্রবার , ১১ আগস্ট ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ছাত্র মজলিস জালালাবাদ থানা শাখার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Ruhul Amin
আগস্ট ১১, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর জালালাবাদ থানা শাখার উদ্যোগে ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১১ আস্ট শুক্রবার বিকাল ২:৩০ টায় সিলেট নগরীর টুকেরবাজারস্থ তানজিমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জালালাবাদ থানা সভাপতি ইমদাদুল হক ইয়াহইয়া’র সভাপতিত্বে এবং সেক্রেটারি আফজাল হোসাইন সায়েমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান বলেন, সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই। যে জাতি মেধাবীদের মূল্যায়ন করতে পারে না, সে জাতি কখনো সামনে অগ্রসর হতে পারে না। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস। বাংলাদেশের স্বাধীনতার অর্ধ-শতাব্দী অতিবাহিত হলেও এখনো আমরা রাজনৈতিক হানাহানিতে লিপ্ত। গড়ে ওঠেনি জাতীয় ঐক্য। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়ার পরও আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। ১৭ কোটি মানুষকে নেতৃত্ব দেয়ার মত সৎ ও যোগ্য নেতার আজো বড় অভাব। নেতৃত্বের এই সঙ্কট পূরণে মেধাবীদের সাথে নিয়ে ছাত্র মজলিসকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। ছাত্র মজলিস যেভাবে ছাত্রদের সততা, নৈতিকতা ও যোগ্যতার বিকাশে সহযোগিতা করছে তা সত্যিই আমাদেরকে আশার আলো দেখায়।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামান, ইসলামী ছাত্র মজলিস শাবিপ্রবি সেক্রেটারি হোসাইন আহমদ, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি আজমল হোসেন, খেলাফত মজলিস জালালাবাদ থানার সহ-সভাপতি মাওলানা সাদিকুর রহমান, ছাত্র মজলিস এম সি কলেজ শাখা সভাপতি খালেদ আহমদ, ইসলামী যুব মজলিস সিলেট মহানগরীর নির্বাহী সদস্য আখম লোকমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা বায়তুলমাল সম্পাদক আবু সাঈদ মাহি, এহসান, মাজেদ, সালমান প্রমুখ।
প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।