ডেস্ক রিপোর্ট
:জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ঢাকায় জানাজা অনুষ্ঠানের দাবিকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল
বিশ্ববিদ্যালয় এলাকায় দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জামায়াতের নেতাকর্মীদের হাসপাতাল থেকে সরিয়ে সাঈদীর লাশবাহী এম্বুলেন্স বের করে দেয়। পরে কড়া নিরাপত্তায় লাশবাহী গাড়ি নিয়ে যাওয়া হয় পিরোজপুরে। সেখানে আল্লামা সাঈদী ফাউন্ডেশন মাঠে জানাজা শেষে সাঈদীর লাশ দাফন করা হয়।
সোমবার দিবাগত রাত ৮টা ৪০ মিনিটে আল্লামা সাঈদীর মৃত্যুর পর হাসপাতালে আসতে থাকেন তার সমর্থকরা। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। কাউকে কাউকে আহাজারি করতে দেখা যায়। দলটির আইনজীবীরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। মানুষের চাপের কারণে হাসপাতালের আনসার সদস্যরা গেট বন্ধ করে দেন। রাতভর সেখানে উত্তেজানা বিরাজ করে।
রাত ১০টার দিকে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ সেখানে যান।
তিনি সব নেতাকর্মীকে শান্ত থাকার পরামর্শ দেন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন যে, সাঈদী সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। এরপর সাঈদীর ছোট ছেলে মাসুদ সাঈদী কারা কর্তৃপক্ষের কাছে তার বাবার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করার আবেদন করেন। এই আবেদনের পর লাশের ময়নাতদন্ত না করে একজন মাজিস্ট্রেটকে দিয়ে সুরতহাল করা হয়।
সুরতহালের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন কারা কর্তৃপক্ষ। রাতে হাসপাতালে আসেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘এখানে যারা আজ কাঁদছেন এবং আহাজারি করছেন তারা কোরআনের পাখি সাঈদীকে ভালোবাসতেন। এই ভালোবাসা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। মাওলানা সাঈদী অর্ধ শতাব্দী ধরে দেশে ও বিদেশে কোরআনের দাওয়াত দিয়েছেন। তিনি আরও জানান, আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত যে, তার একটি জানাজা ঢাকায় হবে। আরেকটি জানাজা হবে পিরোজপুরে। কারও কোনো কথায় কান না দিয়ে দলের সিদ্ধান্ত সবাইকে জানানো হলো।’ তার বক্তব্যের পরেই পুলিশ জামায়াত নেতাকর্মীদের হাসপাতাল ত্যাগ করার পরামর্শ দেয়। এ সময় জামায়াতের নেতাকর্মীরা লাশ না নিয়ে সেখান থেকে যাবেন না বলে ঘোষণা দেন। তারা ঢাকায় জানাজা করতে চান বলে জানান। তখন হাসপাতালের সিসিইউ এর গেটে অনেক নেতাকর্মী শুয়ে পড়েন।
দীর্ঘক্ষণ তারা সেখানে অবস্থান করেন। এক পর্যায়ে পুলিশের সদস্য সংখ্যা বাড়তে থাকে। লাশবাহী এম্বুলেন্সের সামনে অবস্থান নেন জামায়াত শিবির কর্মীরা। ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ কঠোর অবস্থান নেয়। পুলিশ ধাওয়া দিয়ে জামায়াতের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের হাসপাতাল থেকে বের করে দেয়া হয়। এ সময় কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেডের ধোঁয়ায় ছেয়ে যায় পুরো হাসপাতাল এলাকা। প্রায় ৪০ মিনিট ধরে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে হাসপাতাল ও শাহবাগ এলাকা ত্যাগ করে বিভিন্ন দিকে চলে যান। তখন সাঈদীর লাশবাহী এম্বুলেন্সটি ঠেলে বাইরে নিয়ে আসে পুলিশ। গাড়িটির চাকা পাংচার এবং সামনের কাঁচ ভেঙে যাওয়ায় অন্য একটি এম্বুলেন্স এনে সাঈদীর লাশ নিয়ে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেয়া হয়। সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় জামায়াত শিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. রেজাউর রহমান জানান, হাসপাতালের অক্সিজেন প্লান্ট ও জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে।