সিলেট রিপোর্ট: রক্তস্নাত বিজয়ের ৪৫ বছর উপলক্ষে ১৬ ই ডিেসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট (ওজাস) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে। এর আগেনিগরীর জিন্দাবাজার থেকে বিজয় র্যালী বের এর। শুক্রবার সকাল ১০টায় সংগঠনের সভাপতি রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের নেতৃত্বে বীর শহিদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেনওেজাসের সহ-সভাপতি (ডেইলি সিলেট ডট কমের সম্পাদক) কে.এ. রহিম,
ওজাসের সাবেক সহ-সভাপতি (সিলেট রিপোর্ট ডট কমের সম্পাদক) মুহাম্মদ রুহুল আমীন নগরী, সাবেক সহ-সভাপতি (সিলেট নিউজ ওয়ার্ল্ড ডট কমের প্রধান সম্পাদক) আফরোজ খান, সাধারণ সম্পাদক মারুফ হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক (নিউজ চেম্বার টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক) তাওহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক (সিলেটের সময় ডটকমের স্টাফ রিপোর্টার) মবরুর আহমদ সাজু, ওজাসের নির্বাহী সদস্য (ডেইলি সিলেট ডট কমের স্টাফ রিপোর্টার) অবনী নাজমিন, (নিউজ ওরগান টোয়েন্টিফোর ডটকমের সহযোগী সম্পাদক) এস.এম বিল্লাহ ফারুকী।
এছাড়াও উপস্থিত ছিলেন ওজাস সদস্য (আজকের সিলেট ডট কমের প্রধান সম্পাদক) এম. সাইফুর রহমান তালুকদার, (দৈনিক সিলেট ডট কমের স্টাফ রিপোর্টার) তানভীর তালুকদার এবং (সিলেট এক্সপ্রেস ডট কমের স্টাফ রিপোর্টার) তসলিমা খানম বিথি। নিউজ অরগান ২৪ ডট কমের বার্তা সম্পাদক মাসুদ আহমদ রনি, ফটো সাংবাদিক সৈয়দ মোতাহার।