সিলেট রিপোর্ট
:দেশের প্রখ্যাত আলেম,ওয়ায়েজ মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালের সংবাদ শুনে গভীর শোক প্রকাশ করে মোনাজাত করেছেন দেশের র্শীষ বুযুর্গ আলেম ,ইছলাহুল মুসলিমীন বাংলাদেশের আমির হযরত মাওলানা আবুল বাশার পীরছাহেব শাহতলী।
এক বিবৃতিতে পীরছাহেব শাহতলী বলেন, রাজনৈতিক ময়দানে মাওলানা সাঈদীর সাথে আমাদের মতভিন্নতা রয়েছে। কিন্তু ইসলামের প্রচার প্রসারে মাওলানার অবদানকে অস্বীকারের উপায় নেই। তিনি একজন মজলুম আলেম। মজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। জীবনের শেষ সময়ে তিনি আল্লাহর নৈকট্য হাসিলে অগ্রগামী ছিলেন। বিশ্বব্যাপী ইসলাম প্রচারক এই বিশিষ্ট বক্তাকে মহান আল্লাহপাক আপন রহমতে তাকে আবৃত করে রাখুন। আমি তার মাগফিরাত কামনা করছে।