আবুল হাসনাত শিহাবঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, দিরাই শাল্লার কান্ডারী, গরীব দুঃখী মেহনতী মানুষের বন্ধু, জামিয়া খাতামুন নাবিয়্যিনা সিলেট এর পরিচালক মাওঃ আখতারুজ্জামান তালুকদার উন্নত চিকিৎসার জন্য ভরতে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার ২৪.০৮.২৩ ইং মাওঃ আখতারুজ্জামান তালুকদার গণমাধ্যমে জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে দেশীয় চিকিৎসায় কোন উন্নতি না হওয়ায় ভাতর সফর নিশ্চিত করছেন, এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
দোয়া করি রাব্বে কারিম যেন পরিপূর্ণ সুস্থতার সহীত আমাদের মাঝে ফিরিয়ে আনেন, আমিন।