সিলেটবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ডাউকি ফল্টে ফের ভূকম্পন

Ruhul Amin
আগস্ট ৩১, ২০২৩ ১২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

সিলেট রিপোর্ট সিলেট:

সিলেটের সীমান্তবর্তী ভারতের ডাউকি ফল্টের কাছে ফের ভূকম্পন অনুভূত হয়েছে। গতকাল দুপুর ১টা ১৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়। এরমধ্যে উৎপত্তিস্থলের কাছাকাছি জৈন্তাপুর, কানাইঘাটে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়। আবহাওয়া অফিস জানায়, ৩৮ সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতের ডাউকি সংলগ্ন এলাকায়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩ দশমিক ৫। ভূমিকম্পের কারণে নগরবাসীর মনে আতঙ্ক দেখা দেয়। নগরীর বাসিন্দাদের অনেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে নগরীর বেশির ভাগ মানুষই ভূমিকম্প অনুধাবন করতে পারেননি। কোথাও কোনো ক্ষয়ক্ষিতর কোনো খবর পাওয়া যায়নি। এদিকে এর আগে গত ১৪ই আগস্ট রাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়।

তার উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার কাছাকাছি, এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। পরপর ভূমিকম্পন হওয়ায় আতঙ্কে রয়েছেন সিলেটের মানুষ। সিলেটের কাছাকাছি ভারতের ডাউকি ফল্ট ভূমিকম্পের ডেঞ্জার জোন।