সিলেটবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিতর্কিত নির্বাচন: আফ্রিকার আরেক দেশের ক্ষমতা দখল করলো সেনাবাহিনী

Ruhul Amin
আগস্ট ৩১, ২০২৩ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: এবার আফ্রিকার আরেক দেশ গ্যাবনের রাষ্ট্রক্ষমতা দখল করলো সামরিক বাহিনী। উৎখাত করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট আলী বঙ্গো ওনডিম্বাকে। বুধবার গ্যাবনের সাধারণ নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে জয় পেয়েছিলেন ওনডিম্বা। কিন্তু সামরিক বাহিনী এই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে দেশের ক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়েছে। তারা ওই নির্বাচনকে কারচুপিপূর্ণ বলে দাবি করেছে। একই অভিযোগ করেছে গ্যাবনের পরাজিত বিরোধী দলও। বিবিসি জানিয়েছে, আলী বঙ্গোর ওনডিম্বার পরিবার গত ৫৩ বছর ধরে গ্যাবনের ক্ষমতায় আছে। এবার সামরিক বাহিনীর ক্ষমতা দখলের মধ্য দিয়ে এই পরিবারের পাঁচ দশকেরও বেশি সময়ের শাসনের ইতি ঘটতে যাচ্ছে। দেশটি অত্যন্ত তেল সমৃদ্ধ এবং এর ৯০ শতাংশ অঞ্চলই বন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার সকালে গ্যাবনের সেনাদল গ্যাবন ২৪ টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে নিজের অভ্যুত্থানের ঘোষণা দেয়। এতে বলা হয়, দায়িত্বজ্ঞানহীন, অপ্রত্যাশিত শাসনব্যবস্থার ফলে সামাজিক সংহতির ক্রমাগত অবনতি ঘটছে। এর ফলে দেশ বিশৃঙ্খলার দিকে চলে যাচ্ছে। তাই আমরা ‘কমিটি ফর ট্রানজিশন অ্যান্ড রেস্টোরেশন অব ইনস্টিটিউশন’-এর পক্ষ থেকে বর্তমান শাসনের অবসান ঘটিয়ে শান্তি রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। ওই কমিটির পক্ষ থেকে আরও জানানো হয় যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গ্যাবনের সীমান্ত বন্ধ থাকবে।

 

গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গো ওনডিম্বা মোট ৬৪ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়েছিলেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলবার্ট ওন্ডো ওসা ৩০ দশমিক ৭৭ শতাংশ ভোট পান। নির্বাচনে মোট ভোটারের উপস্থিতি ছিল ৫৬ দশমিক ৬৫ শতাংশ। তবে ওই নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। তারা বলছেন, এই নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। জার্মানির রাজনৈতিক বিশ্লেষক অ্যাডামা গেয়ে আল-জাজিরাকে বলেন, গ্যাবনের এই বিদ্রোহ মোটেও কোনো সারপ্রাইজ ছিল না। এরমধ্য দিয়ে বঙ্গো যুগের শেষ হলো। এমনিতেই আলী বঙ্গো দেশটির মানুষের হৃদয় থেকে উঠে গিয়েছিলেন। অ্যাডামা আরও জানান, আলী বঙ্গো ও ফ্রান্সের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল। দুই দিন আগেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আলী বঙ্গোকে উতখাতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করছেন বলে জাতীয় টেলিভিশনে অভিযোগ করা হয়েছিল। এদিকে গ্যাবনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে রাশিয়া। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, বন্ধুত্বপূর্ণ আফ্রিকান দেশ গ্যাবনের আভ্যন্তরীণ পরিস্থিতির ভয়াবহ পতন নিয়ে মস্কো অত্যন্ত উদ্বিগ্ন। আমরা দেশটির দিকে নজর রাখছি এবং দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করছি।