সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ ইং | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৬
সিলেট রিপোর্ট: খাবার-দাবার ফেলে বর-কনে উভয়পক্ষের চম্পটের ঘটনাঘঠেছে সিলেটে। জানাগেছে, বৃহস্পতিবার রাত ৯টায়। নগরীর চৌহাট্টাস্থ লাংথুরাই চাইনিজ রেস্টুরেন্ট। বরপক্ষ আর কনেপক্ষ হাজির। খাবার-দাবারেরও প্রস্তুতি প্রায় সমাপ্ত। তখনই অনাগত অতিথির ন্যায় উপস্থিত একদল পুলিশ। আর তাদের দেখেই দৌড়ে পালালেন বিয়ে খেতে আসা সব অতিথিরা। বিবরণে জানাগেলো সেখানে চলছিল বাল্য বিবাহের আয়োজন। সুনামগঞ্জ জেলার ছাতকের মাসুক মিয়ার অপ্রাপ্ত বয়স্কা কন্যা সুমাইয়াকে (ছদ্মনাম) বিবাহ করতে আসেন জনৈক ইংল্যান্ড প্রবাসী (৩৫)। সব আয়োজন ঠিকই ছিল। মালা বদলও শেষ। শুধু কবুল বলার বাকি। কিন্তু ম্যাজিস্ট্রেটসহ ঘটনাস্থলে পুলিশ চলে আসায় বউকে না নিয়েই পালাতে হয় তাকে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, লাংথুরাই রেস্টুরেন্টে বাল্যবিবাহের আয়োজন চলছে এমন তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক ফোর্স নিয়ে সেখানে যাই। তবে পুলিশ দেখেই অতিথিসহ বর-কনে সবাই মুহুর্তে পালিয়ে যায়। ফলে তাদের আটক এবং নাম পরিচয় কিছুই জানা যায়নি।
তবে কনের পিতা উপস্থিত ম্যাজিস্ট্রেটের কাছে ভুল শিকার করলে তাকে কোন শাস্তি দেয়া হয়নি। অভিযান কালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন বলে জানান ওসি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com