সিলেট রিপোর্ট: ১৬ ই ডিসেম্বর রক্তস্নাত বিজয়ের ৪৫ বছর উপলক্ষে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ইসলামী সংগঠন ও কওমী মাদরাসার সমুহের পক্ষ থেকেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। সিলেট রিপোর্ট ডটকম এ প্রেরিত প্রেসবিঞ্জপ্তি ও আমাদের সংবাদ দাতাদের পাঠানো সংবাদে নিয়ে বিশেষ প্রতিবেদন। তবে সাধারণ প্রতিষ্ঠান,সংগঠন সমুহ থেকে ভিন্ন ধাচে ভিন্ন প্রকারে বিজয় দিবস উদযাপন করেছে ইসলামী সংগঠন ও কওমী মাদরাসা সমুহ। তাদের কর্মসুচির মধ্যে রয়েছে সাধারণ ঞ্জান প্রতিযোগিতা, বিজয় র্যালী, দেশাত্ববোধক সংগীত পরিবেশনা,আলোচনা সভা ও দোয়া মাহফিল। নগরীর জামেয়া মাদানয়িা কাজির বাজার, ঝেরঝেরিপাড়া হোসাইনিয়া টাইটেল মাদরাসা, জামেয়া দারুল উলুম সিলেট। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস,ছাত্রজিমিয়তের বিভিন্ন শাখার পক্ষ থেকে পৃথক ভাবে কর্মসুচি পালন করা হয়। নিম্নের কয়েকটি কর্মসুচি তুলে ধরা হলো:
জামিয়া দারুল উলূম সিলট
সিলেট রায়নগর এলাকায় জামিয়া দারুল উলূম সিলট এর পক্ষ থেকে সকাল ৯টায় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালিক চৌধুরীর নেতৃত্বেএক বিরাট বিজয় র্যালী বের হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন সংগঠনের যূক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান।
জামেয়া কাজিরবাজার
প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান প্রতিষ্ঠিত জামেয়া মাদানীয়া কাজিরবাজার সিলেট এর আল ইসলাহ ছাত্র সংসদ এর বিজয় র্যালী বের করে।
বিশ্বনাথ :
বিশ্বনাথ উপজেলার পনা উল্লাহ বাজারে বিজয়ের ৪৫ বছরে মুক্তিযোদ্ধার প্রজন্মর উদ্যোগে মুক্তিযুদ্ধের গল্প, কাকন ফকিরের পূঁথির আসর ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুক্তিযুদ্ধের গল্প পরিবেশন করছেন, এডভোকেট মুজিবুর রহমান, অধ্যক্ষ সিরাজুল হক, অধ্যক্ষ মাওলানা মনোওয়ার আলী, মাসিক গোলাপ কুঁড়ি সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, সিলেট লেখক ফোরাম সভাপতি নাজমুল ইসলাম মকবুল । অনুস্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের চেয়ারম্যন, জাগরণ ইসলামী সাংস্কৃতিক দলের চেয়ারম্যন মাওলানা জয়নাল আবেদীন।জকিগঞ্জ যুব জমিয়তের মহান বিজয় দিবস পালন ও র্যলী সম্পন্ন
আব্দুল্লাহ আল ইমরান চৌধুরী জানান, ১৬ ডিসেম্বর বাদ জুম’আ জকিগঞ্জ উপজেলা অফিস মিলয়াতানে যুব জমিয়ত জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা শিব্বির আহমদ,ও সহ সেক্রেটারি মাওলানা জুনাইদ আল জাহিদ এর যৌথ পরিচালনায় ও যুব জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি, জননেতা মাওলানা জিয়াউর রহমান ফারুকী এর সভাপতিত্বে শুরু হয় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব জমিয়তের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলাম সাহেব, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। জকিগঞ্জ উপজেলা জমিয়তের সফল সেক্রেটারি, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদরাসার মুহাদ্দিস, জননেতা মাওলানা বিলাল আহমদ ইমরান।বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুব জমিয়তের সহ সেক্রেটারি, মাওলানা রায়হান আহমদ। এছাড়া বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা, জমিয়তের সহ সেক্রেটারি মাওলানা জামিল আহমদ। উপজেলা জমিয়ত নেতা, মাওলানা ফারুক আহমদ।মাওলানা বিলাল আহমদ,মাওলানা হেলাল আহমদ জালালী।মাওলানা আব্দুশ শহিদ। উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি, মাওলানা ফয়ছল আহমদ। যুব নেতা মাওলানা মঞ্জুর আহমদ, মাওলানা আতিক আহমদ মাওলানা জাবের আহমদ,মাওলানা খালেদ আহমদ,উপজেলা ছাত্র জমিয়ত সেক্রেটারি, জাহেদ আহমদ ফয়সল, ছাত্র নেতা জাহেদ আহমদ, আবু সুফিয়ান ও আব্দুল হাসিব প্রমূখ । অনুষ্টানে যুব জমিয়ত বাংলাদেশ জকিগঞ্জ উপজেলার পক্ষ থেকে বিজয় দিবস ২০১৬ উপলক্ষে বিশেষ প্রকাশনা “প্রহরী” উপজেলা যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম এর সম্পাদনায় প্রকাশিত হয়েছে। বুলেটিং এর মোড়ক উন্মোচন করছেন জমিয়তে উলামায়ে ইসলাম জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা মাওলানা বিলাল আহমদ ইমরান,সহ-সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক আহমদ,সিলেট জেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা রায়হান উদ্দীন, জকিগঞ্জ উপজেলা যুব জমিয়তের সংগ্রামী সভাপতি মাওলানা জিয়াউর রহমান ফারুকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হুসাইন , উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সফল সভাপতি মাওলানা বিলাল আহমদ প্রমুখ। এদিকে অনুষ্টানকে সফল করার লক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ জকিগঞ্জ জোন জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের সেক্রেটারি যুবায়ের আহমদ ও আবু সুফিয়ান প্রচার সম্পাদক : আব্দুল্লাহ আল ইমরান চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বাজাবের বহু রাস্তা প্রদক্ষিণ করে , তা ছাড়া আরো কয়েকটি শাখা এভাবে মিছিল সহকারে অনুষ্টানে যোগদান করে । সভাশেষে,দেশের শহিদদের আত্মার মাগফিরাত কামানা ও রোহিঙ্গা মুসলমানদের জন্য মুনাজাত করেন সিলেট, জেলা জমিয়তের প্রধান উপদেষ্টা উপ মাহাদেশের শ্রেষ্ট শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাছ আলী । সভা পরবর্তী,শত শত জমিয়ত নেতার উপস্থিতিতে বাংলাদেশের জাতীয় পতাকা ও দলীয় পতাকা উকাবে রাসূল সঃ( জমিয়তের পতাকা) নিয়ে র্যালী অনুষ্টত হয়। র্যলীটি এম এ হক চত্বর হতে বাসষ্টেন্ড ও ডাক বাংলা রোড ও উপজেলা সহ বিভিন্ন রাস্তা গুলো প্রদক্ষিণ করে । সর্বশেষে আবার হক চত্বরে আসার পর সমাপ্তি ঘোষনা করা হয় ।
ইসলামী ছাত্র শিবির
মহান বিজয় দিবসের র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতেই রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জেলায় ঝটিকা র্যালি করেছে সংগঠনের নেতাকর্মীরা।
রাজধানীতে সংগঠনের মহানগর পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে পৃথকভাবে র্যালি করা হয়েছে। প্রতিটি র্যালিই শুক্রবার ভোর থেকে সাড়ে আটটার মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
জামিয়া দারুল কুরআন সিলেট :
বিজয় দিবস উদযাপন উপলক্ষে ছাত্র জমিয়ত জামিয়া দারুল কুরআন সিলেট শাখা কর্তৃক ‘স্বাধীনতা যুদ্ধে উলামায়ে কেরামের অবদান শীর্ষক আলোচনা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। শাখা সহ সভাপতি হাফিজ মাওলানা জুনাইদ আল হাদীর সভাপতিত্বে ছাত্র জমিয়ত জামিয়া শাখার সেক্রেটারি আল আমীন আস-সাদিক ও আত-তাওহীদ ছাত্র সংসদের সেক্রেটারি মসরুফ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে তাত্ত্বিক বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক,জামিয়ার শিক্ষক মাওলানা আলীনূর সাহেব,বিশেষ অতিথি হিসেবে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে সবাইকে উজ্জিবীত করেন মাদরাসাতুস সাহাবার পরিচালক মাস্টার গোলাম মাহমুদ।আরো বক্তব্য রাখেন-যুবনেতা মাওলানা এরশাদ খান আল হাবীব,মাওলানা আব্দুর রহমান মিফতাহ।ছাত্রনেতা দেলওয়ার হুসাইন ইমরান,মামুনুর রশীদ জসীম প্রমূখ।
পাটলী দারুল উলূম
তাহযীবুত্তালাবা ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে হাফিজ মাওলানা আব্দুল আহাদ খাঁন সাহেবের সভাপতিত্বে এবং মঈনুল হক ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটলী দারুল উলূম মাদ্রাসার সুনাম ধন্য শিক্ষা সচিব মাওলানা শায়খ মন্জুরুল হক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজ একদল লোক উলামায়ে কেরাম কে স্বাধীনতা বিরোধী বলে প্রচার করছে এমতাবস্থায় এ ধরনের অনুষ্ঠান প্রশংসনীয়। পরিশেষে শহীদদের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
রাওজাতুল ইসলাম চাক্তা
রাওজাতুল ইসলাম চাক্তা কওমী মাদ্রাসা, জৈন্তাপুর সিলেট এর আল-কাইয়্যুম ছাত্র সংসদ এর উদ্যেগে বিজয় দিবেসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাত্রজমিয়ত ৮নং ঝিংগাবাড়ী:
ছাত্রজমিয়ত বাংলাদেশ সিলেট জেলাধীন কানাইঘাট থানার ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়নের বিজয় র্যালী বের করে।
আরো আসছে…