দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামে থাকা লকার থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সোনা চুরির এই চাঞ্চল্যকর ঘটনা দেশবাসীকে হতবাক করে দিয়েছে।
বিমানবন্দরের টার্মিনালের ভেতরে সুরক্ষিত এলাকা থেকে এই চুরির ঘটনা অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে, একদিনে নয় বিভিন্ন সময়ে লকার থেকে সোনা সরানো হয়েছে। এর সাথে উপর থেকে নিজ পর্যন্ত সবাই জড়িত।
শুল্ক বিভাগের এক কর্মকর্তার মতে, বিমানবন্দর থেকে চোরাচালানের সোনা উদ্ধার হলে তার জব্ধ তালিকা করে দ্রুত সম্ভব বাংলাদেশের ব্যাংকের ভোল্টে পাঠানো হয়। কিন্তু কি রহস্যজনক কারণে দীর্ঘদিন ধরে সোনা বিমানবন্দরের লকারের রাখা হলো কার নির্দেশে, দেশবাসী জানতে চায়। এছাড়া বিমাবন্দরের ভিতরের সর্বত্র সিসিটিভি ক্যামেরায় নজরদারি সহ সার্বক্ষণিক নিরাপত্তার মধ্যে রাখা হয়। পুরো বিমানবন্দর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও সরকারের সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ এখানে কাজ করেন। সোনা চুরি হওয়ার ঘটনার বিষয়টি বিমানবন্দর নিরাপত্তা বিষয়টিও এখন প্রশ্নের সম্মুখীন।
সাফকথা, এই কোটি কোটি টাকার সোনা চুরির সাথে লকারের দায়িত্বে থাকা টপ টু বটম-কে আইনের আওতায় আনতে হবে। এই আলীবাবা চল্লিশ চোরদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ।