সিলেট জেলা জাতীয় ওলামা পার্টির আহবায়ক ও জেলা জাতীয় পার্টির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, বিশ্বনাথ আলিয়া মাদরাসার সাবেক ভিপি, অসংখ্য আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক, মাওলানা ক্বারী আব্দুল আজিজ সিরাজী ৬ সেপ্টেম্বর বুধবার দুপুর ১টা ৩৮ মিনিটের সময় জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের পিয়াইপুর (বদরপর) গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহ রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত গুরুতর অসুস্থ ছিলেন। মৃত্যকালে স্ত্রী, ৪ কন্যা, আত্মীয়-স্বজন সহ অসংখ্য রাজনৈতিক সহযোদ্ধা ও সহকর্মী রেখে গেছেন।
মরহুম মাওলানা ক্বারী আব্দুল আজিজ সিরাজীর জানাজার নামাজ সন্ধ্যা ৭টায় পিয়াইপুর নূরানী জামে মসজিদের সম্মুখে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সহ এলাকার সর্বস্তরের মুসল্লিগণ অংশ গ্রহণ করেন।
আব্দুল আজিজ সিরাজীর
মৃত্যুতে শোক প্রকাশ
সিলেট জেলা জাতীয় ওলামা পার্টির আহবায়ক ও সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী আব্দুল আজিজ সিরাজীর এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিক, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আলহাজ্ব সেলিম উদ্দিন, আব্দুল্লাহ সিদ্দিকী, এডভোকেট গিয়াস উদ্দিন, সাবেক এমপি মকসুদ ইবনে আজিজ লামা, সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, জেলা জাতীয় পার্টির আহবয়ক আলহাজ্ব সাব্বির আহমদ, সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, জেলা জাপার যুগ্ম আহবায়ক উসমান আলী চেয়ারম্যান, আলতাফুর রহমান আলতাফ, জাতীয় যুব সংহতির আহবায়ক মরতুজা আহমদ চৌধুরী, মহানগর সভাপতি মোঃ সুফিয়ান খান, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হেলাল উদ্দিন লস্কর প্রমুখ নেতৃবৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।