সিলেটরবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালিত

Ruhul Amin
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচিতে সিলেট জেলা ও উপজেলার নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

অংশগ্রহণকারী জেলা ও উপজেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ দ্ব্যর্থহীন কন্ঠে ঘোষণা করেন, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী অসাম্প্রদায়িক চেতনা লালনকারী বলে দাবিদার বাংলাদেশ আওয়ামী লীগের পরিচালনায় মহাজোট সরকার বিগত ২০১৮ সালের নির্বাচন পূর্ববর্তী সময়ে ঐক্য পরিষদ ঘোষিত ৭ দফা দাবির প্রতি সহমত পোষণ করে তাদের নির্বাচনে ইশতেহারে দাবিগুলো উল্লেখপূর্বক নির্বাচনে জয়লাভ করলে প্রথমেই ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। এখন মেয়াদ উত্তীর্ণ হওয়ার কালে এসেও সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রাণের এই দাবি বাস্তবায়ন না করায় আগামী নির্বাচনে এর প্রভাব পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এতে করে বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতা বিঘ্নিত কিংবা বিপন্ন হওয়া অসম্ভব নয়। সুতরাং আজকের এই গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি থেকে বর্তমান সরকারের প্রতি সংগ্রামী আহবান ৩০ লক্ষ শহীদ ও অগণিত মহীয়সীর ত্যাগ তিতিক্ষায় অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন সার্থক করে তোলার লক্ষ্যে ঐক্য পরিষদ ঘোষিত সংখ্যালঘু জনগোষ্ঠীর অস্তিত্বের ৭ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করুন।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক কৃপেশ পাল।

সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক মানিক লাল দে, নিধু ভূষণ দাস, চয়ন পাল এবং সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার বিশ্বাসের যৌথ পরিচালনায় একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সহসভাপতি আসাদ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি ও জেলা সভাপতি মোঃ লোকমান আহমেদ, ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, সদস্য রমাপদ ভট্টাচার্য্য, এড. কল্যাণ চৌধুরী, এডভোকেট শংকর কুমার দেব, সাংগঠনিক সম্পাদক এড. পঙ্কজ দাশ, সহ অর্থ সম্পাদক হারাধন দেব প্রভাস, প্রচার সম্পাদক ভানু লাল দাশ, মহিলা সম্পাদিকা বিনীতা দেবী, মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক এডভোকেট বনানী দাশ ইভা, ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম কর সম্রাট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পীযূষ কান্তি দে, ঐক্য পরিষদ জেলা শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শংকর দাশ শংকু, গণসংযোগ বিষয়ক সম্পাদক অরুন দেব নাথ সাগর, পেশাজীবি বিষয়ক সম্পাদক এডভোকেট বিভাবসু গোস্বামী বাপ্পা, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন্ত গুপ্ত, সদস্য লিটন পাল, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শরবিন্দু দে, জাতীয় মহাজোট সিলেট মহানগর শাখার সভাপতি রজত চক্রবর্তী, ঐক্য পরিষদ বিয়ানীবাজার উপজেলার সহ সভাপতি অমলেন্দু দে, জকিগঞ্জ উপজেলা সভাপতি বিভাকর দেশমুখ্য, সম্পাদক সুমিত রায়, বালাগঞ্জ সভাপতি ডাঃ পবিত্র বনিক, সহ সভাপতি প্রতাপ চক্রবর্তী, বিশ্বনাথ উপজেলা সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, সহ সভাপতি সমর দাশ, ওসমানীনগর সভাপতি সত্যেন্দ্র কুমার দেব, পূজা পরিষদের সম্পাদক শংকর সেন, কানাইঘাট উপজেলা সভাপতি মি. জেমস লিও ফার্গুসন (নানকা), সম্পাদক রিংকু চক্রবর্তী, গোয়াইনঘাট সাধারণ সম্পাদক দেবব্রত ভট্টাচার্য্য, জৈন্তাপুর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুকুময় বিশ্বাস যাদব, সাধারণ সম্পাদক সুলাল চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি কাজল কান্তি দাশ, সম্পাদক লিপ্টন তালুকদার, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ধনঞ্জয় দাশ ধনু, সাধারণ সম্পাদক সুবিনয় চন্দ্র মল্লিক, সহ সভাপতি দিপন আচার্য্য, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক অর্জুন রায় অজয়, ছাত্র ঐক্য পরিষদের জেলা শাখার আহবায়ক জোনাক চৌধুরী, সদস্য সচিব মিথিল পাল পান্ত, সদস্য পার্থ পাল, যুব ঐক্য পরিষদ কানাইঘাটের সাধারণ সম্পাদক লিটন দাস গোলাপগঞ্জ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধীর রাম বিশ্বাস, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অজিত পাল প্রমুখ।

জল পানের মাধ্যমে অনশনরত সকলকে অনশন ভাঙ্গান বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন।