সিলেটের নাট্যকর্মী এবং সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানায় সিলেট মহানগর ছাত্রলীগ।
বিবৃতিতে মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মোঃ নাঈম আহমদ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জোর দাবি জানান।
শান্তি সম্প্রীতি সৌহার্দপূর্ণ শহর সিলেটে নাট্যকর্মীদের উপর এই হামলা কখনো কাম্য হতে পারেনা বলে এক বিবৃতিতে জানান মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে নগরের কিন ব্রিজ সংলগ্ন ৮৬ বছরের পুরনো সিলেটের ঐতিহ্যবাহী সারদাস্মৃতি ভবনের হল রুমে বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠে।
হামলার পরপরই ঘটনাস্থলে যান সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন, ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে আমরা হামলাকারীদের চিহ্নিত করেছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।