সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে পদ প্রত্যাশিতদের কাছ থেকে জীবন বৃত্তান্ত গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ছাত্রলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ জীবন বৃত্তান্ত গ্রহণ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাহা আহমেদের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, বদরুল ইসলাম রনি, জাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক কল্যাণ কান্তি দে, জুয়েল হোসেন, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এন আই রোকন
মিরপুুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনছার মিয়া সোহাগ, সাধারণ সম্পাদক জামিল হোসেন ইফতি, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উজ্জ্বল আহমদ চঞ্চল, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হক, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মারজুম মিয়া।
এ সময় উপজেলাসহ প্রত্যেক ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০২১ সালের ২৬ অক্টোবর সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন করা হয়।