সিলেট রিপোর্ট: মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাগরণ ফাউন্ডেশনের সিলেটের উদ্দোগে আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) আলোচনা সভা ও সংগঠনের অফিস উদ্বোধন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হাসান জাহিদের সভাপতিত্বে ও আব্দুর রহমান আল আজাদের পরিচালনায় সভায় অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক মাওলানা হাসান আহমেদ, হাফিজ শাব্বির আহমদ রাজি, আবৃত্তকার ও উপস্থাপক আহমেদ মাহফুজ আদনান, লেখক সাইফ রাহমান, জাগরনের শিল্পী আফতাব উদ্দিন, নাজিম কাওসার, সংগীত পরিবেশন করেন শেখ এনামুল হক, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মামনুর রশিদ, আমিন আহমদ, আবু তালহা প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইকবাল হাসান জাহিদ বলেন, শুধুমাত্র গান গেয়ে আর রঙ্গমঞ্চ তৈরি করলে বিজয় দিবস পালন হয় না। এটা বিজয় দিবস পালনের নামে নোংরামি আর বেহায়ামী বৈ কিছু নয়। একাত্তরের এই দিনে যারা পাক হানাদার বাহিনীর কাছ থেকে দেশের বিজয় ছিনিয়ে আনতে শহীদ হয়েছেন, যাদের জীবনের বিনিময়ে আমরা এদেশ পেলাম তাদের আত্মার মাগফিরাত কামনা করার মাধ্যমেই বিজয়ের প্রকৃত স্বাধ উপভোগ্য হবে।