ডেস্ক রিপোর্ট
:বাংলাদেশ বিমানের কানাডাগামী ফ্লাইটে ৪৫ জন যাত্রীকে আটকে দেয়ার ঘটনায় সিলেটে তোলপাড় চলছে। এমন ঘটনায় হতবাক সিলেটের মানুষও। এ ঘটনার পর ভিসাপ্রাপ্ত অনেক যাত্রীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মহলে দেখা দিয়েছে ক্ষোভও। এ নিয়ে বাংলাদেশ বিমানের চেয়ারম্যানকে গতকাল লিগ্যাল নোটিশ পাঠিয়েছে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ।
এদিকে, গতকালও একই কারণে সিলেটের ৪ যাত্রীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের নেতারা জানিয়েছেন, কানাডাগামী বিমানের ট্রানজিটে থাকা ৪২ জন সিলেটি যাত্রীকে আটকে দেয়ার ঘটনায় বিমানের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোশাররফ রাশেদ গতকাল এ নোটিশ প্রেরণ করেন। সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি বিমানের চেয়ারম্যানের কাছে এ নোটিশ পাঠিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের শীর্ষ নেতৃৃবৃন্দ।
লিগ্যাল নোটিশে আইনজীবী মোশাররফ উল্লেখ করেন, ৬ই নভেম্বর ঢাকা থেকে কানাডার উদ্দেশ্যে যাওয়া ৪২ জন যাত্রীকে আটক করে বাড়ি পাঠিয়েছে। অথচ এরা প্রত্যেকে কানাডার বৈধ ভিসা নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ইমিগ্রেশন সম্পন্ন করে ঢাকা এসে ট্রানজিট লাউঞ্জে টরন্টোগামী বিমানের কানেকটিং ফ্লাইটের অপেক্ষায় ছিলেন। কানাডা হাইকমিশন কর্তৃক ৪২ জন যাত্রীর ভিসা আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট আমন্ত্রণপত্রটি বিশ্বাসযোগ্য মনে করে ইতিমধ্যে প্রত্যেকের ভিসা ইস্যু করেছে।
লিগ্যাল নোটিশে তিনি উল্লেখ করেন, বিমানের কানেকটিং ফ্লাইটের অপেক্ষায় থাকাকালীন অবস্থায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ওই দিনের কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা সম্পূর্ণ অন্যায় ও বেআইনিভাবে কোনো আইনগত অধিকার ছাড়াই যাত্রীদের আমন্ত্রণপত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের বৈধ ভিসা থাকা অবস্থায় ফেরত পাঠান।
এজন্য বাংলাদেশ বিমানের কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা ও যাত্রী হয়রানির অভিযোগ এবং ক্ষতিপূরণ প্রদানে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর বিষয়টি জানানো হয়। অন্যথায় হয়রানি, মানহানি ও অপূরণীয় আর্থিক ক্ষতির প্রেক্ষিতে মামলা করতে বাধ্য হবেন বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়।
এদিকে, গত ৬ই নভেম্বরের ঘটনায় বাংলাদেশ বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক তাহেরা খন্দকারের পক্ষ থেকে বিমানের ভাষ্য তুলে ধরে একটি বিবৃতি প্রদান করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, গত ৬ই নভেম্বর বিমানের ফ্লাইট বিজি-৬০৬ যোগে সিলেট থেকে ৭৪ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। এ সকল যাত্রীর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী ছিলেন বিমানের টরন্টো ফ্লাইটের যাত্রী।
বিমানের সিলেট স্টেশনের দায়িত্বরত কর্মকর্তারা যাত্রীদের ভ্রমণ সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখতে পান ৪৫ জন যাত্রী একই ব্যক্তির আমন্ত্রণপত্রের মাধ্যমে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে কানাডা যাচ্ছেন। তাৎক্ষণিকভাবে ডকুমেন্টসমূহ পর্যালোচনা করে সন্দেহ হওয়ায় সিলেট স্টেশন থেকে যাত্রীর ডকুমেন্ট ঢাকাস্থ পাসপোর্ট কন্ট্রোল ইউনিটে (পিসিইউ) প্রেরণ করা হয়। ওই ইউনিট ডকুমেন্টসমূহ যাচাই-বাছাইয়ের জন্য দিল্লিস্থ কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির (সিবিএসএ) নিকট প্রেরণ করলে প্রথমে তারা জানায়; সিবিএসএ’র সিস্টেমে যাত্রীর তালিকায় যাত্রীর তথ্য সঠিক রয়েছে। ফলে সিলেট থেকে যাত্রীদেরকে বোর্ডিং কার্ড ইস্যু করা হয় এবং সম্মানিত যাত্রীরা ঢাকায় পৌঁছান।
ইতিমধ্যে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি থেকে আবার জানানো হয়; যাত্রীদের আমন্ত্রণপত্রের তথ্যের সঙ্গে থাকার (আবাসন) বিষয়ে সিস্টেমে গরমিল রয়েছে। যাত্রীদের আমন্ত্রণপত্রে হোটেলে থাকার কথা থাকলেও যাত্রীদের কাছে রেন্টেড হাউসের ডকুমেন্ট পাওয়া যায়। কানাডিয়ান আইন অনুযায়ী একটি রেন্টেড হাউসে ৪৫ জন যাত্রী থাকার কোনো নিয়ম নেই। যাত্রীদের ডকুমেন্টসমূহ ও কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির বার্তা পর্যালোচনা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে ৪৫ জন যাত্রীকে ৭ই নভেম্বর টরন্টো ফ্লাইট থেকে অফলোড করা হয়।
ঢাকাস্থ পাসপোর্ট কন্ট্রোল ইউনিট’র (পিসিইউ) মাধ্যমে যাত্রীবৃন্দের তথ্যাদি সিবিএসএ’র নিকট প্রেরণ করা হয়েছে এবং সিবিএসএ’র পক্ষ থেকে জানানো হয়েছে যাত্রীদের ভিসা ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট প্রেরিত হয়েছে। কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ অধিকতর যাচাই-বাছাইয়ের পর সংশ্লিষ্ট যাত্রীদেরকে ই-মেইলে সিদ্ধান্ত জানাবেন। তাহেরা খন্দকার জানান, যাত্রীদেরকে হোটেল অফার করা হলে তারা হোটেলে যেতে অপারগতা প্রকাশ করেন। টরন্টো ফ্লাইটে না পাঠানোর বিষয়টি বুঝিয়ে বলা হলে তারা বিষয়টি অনুধাবন করেন।
পরবর্তীতে ইমিগ্রেশন হতে তাদের বহির্গমন সিল বাতিল করে ব্যাগেজ বুঝিয়ে দেয়া হয় এবং যাত্রীরা নিজেদের মত এয়ারপোর্ট ত্যাগ করেন। উল্লেখ্য, যাত্রীর নিকট যথাযথ ডকুমেন্ট না থাকলে বা এ ধরনের ভায়োলেশনের জন্য কানাডিয়ান কর্তৃপক্ষ কর্তৃক যাত্রী প্রতি সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে ৩২০০-২০,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে। এদিকে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মো. আব্দুর রহমান চৌধুরী জানিয়েছেন, ইমিগ্রেশন আটকালে অন্য কথা। যাত্রীরা গিয়ে কোথায় থাকবে এটা বিমানের জানার বিষয় নয়, এজন্য যাত্রীদের ফেরত পাঠানোর কোনো অধিকার বিমানের নেই। বিমান এখন যা বলছে তাও ঠিক নয়।
তিনি বলেন, ভিসা ও টিকিট ঠিক আছে কিনা, সেটি দেখা গেলে যাত্রী আটকানোর কোনো নিয়ম নেই। বিমানের কর্মকর্তা ওইদিন সেখানে যা করেছেন তা অধিকার বহির্ভূত কাজ করেছেন। আমরা এ ঘটনার নিন্দা জানাই। একইসঙ্গে আইনগতভাবে আমরা বিমানের কাছে এর ব্যাখ্যা চেয়েছি। বিমানের ব্যাখ্যা মনোপূত না হলে মামলা করা হবে বলে জানান তিনি।