এবারের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৪.০৬ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। মৌমি সিলেটের সেবামূলক প্রতিষ্ঠান গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ এর ৫ম ব্যাচের জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী।
মৌমি মাধ্যামিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের অধিনে রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তার শ্রুতি লেখক হিসেবে সহযোগিতা করেছে উক্ত বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মোছাঃ সাবা আক্তার।
মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার জায়ফর নগর গ্রামের আব্দুল আহাদ ও আমিনা বেগম এর মেয়ে তাহমিনা আক্তার মৌমি। সে উচ্চ শিক্ষা অর্জন করে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখতে চায়। সে শিক্ষক, অভিভাবক, জিডিএফ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের দোয়া কামনা করেছে।
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র সাফল্যের জন্য মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান বলেন, দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরও সুস্থ-সবল মানুষের মত পরীক্ষায় ভাল রেজাল্ট করা আনন্দের বিষয়। সে সুশিক্ষা অর্জন করে আদর্শ মানুষ হয়ে দেশের কল্যাণে ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। তিনি বলেন, জিডিএফ’র এই পথ চলায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।