সিলেটশনিবার , ১৭ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথ লার্ণিংপয়েন্টে সার্টিফিকেট প্রদান

Ruhul Amin
ডিসেম্বর ১৭, ২০১৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেটের বিশ্বনাথে লার্ণিং পয়েন্টে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরস্থ আল- হেরা শপিং সিটির নিজস্ব ক্যাম্পাসে ৪১শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। লার্ণিং পয়েন্ট প্রতিষ্ঠাতা প্রধান ও বিশ্বনাথ ডিগ্রী কলেজের (ইংরেজী)প্রাক্তন প্রভাষক মো. মঈন উদ্দিন’র সভাপতিত্বে ও শিক্ষার্থী চৌধুরী আলী আনহার শাহান’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওকলস দ্বিপাক্ষিক হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল মুকিদ,বিশেষ অতিথির বক্তব্য দেন- রামসুন্দর অগ্রগামী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, আই.এল.টি.এস পিপারেশন কোর্স’র লেকচারার মো. জুবায়ের আহমদ। শিক্ষার্থী শুয়াইবুল ইসলাম’র কোরআন তেলাওয়াত ও লার্ণিং পয়েন্ট’র উপদেষ্ঠা মো. শিপলু হক’র স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে লার্ণিং পয়েন্টের শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- চিপ আইটি ইনস্ট্রাক্টর মোহাম্মদ ছালিক মিয়া, স্পীকার্স ক্লাবের সিনিয়র মডারেটর ফেরদৌস আহমদ রাসেল, মার্কেটিং অফিসার, মো. জুবায়ের আহমদ, স্পীকার্স ক্লাবের মডারেটর নাদিয়া ফেরদৌস, ইংলিশ ল্যাংগুয়েজ কোর্সের লেকচারার রোজিনা বেগম, এ্যাডমিশন অফিসার আবু তালহা মোহাম্মদ সুয়াইব। অনুষ্ঠানে লাইফ স্কিলস পরিক্ষায় উত্তীর্ণ ৪জন, কম্পিউটার ২৫জন, স্পোকেন ইংলিশ ১২জন শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।