সিলেটশনিবার , ১৭ ডিসেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার অভিমুখে লংমার্চে মাদানী কাফেলার সর্মথন, সিলেটে ব্যাপক প্রস্তুতি

Ruhul Amin
ডিসেম্বর ১৭, ২০১৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির চরমোনাই পীরের নেতৃত্বে মিয়ানমার অভিমুখে লংমার্চে যোগ দিতে সিলেটে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল ১৮ ই ডিসেম্বর রোববার সকাল ১০টায় নগরীর শিশু পার্কের সম্মুখ থেকে ইসলামী আন্দোলন সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে বিশাল এক গাড়ির বহর নিয়ে লংমার্চ সফলের লক্ষ্যে নেতৃবৃন্দ মিয়ানমার অভিমুখে রওয়ানা হবে। এই লংমার্চে যোগ দিতে ইসলামী আন্দোলন ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় শীতের পোশাক, শুকনা খাবার, ব্যানার, পতাকাসহ সকল গাড়ির চালক ও জিম্মাদারদের নাম-ঠিকানাসহ লোক ও গাড়ির সংখ্যা সম্পর্কে লংমার্চে রওয়ানা দেওয়ার পূর্বেই ইসলামী আন্দোলন সিলেট জেলা ও মহানগর সেক্রেটারিকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।
এদিকে, চরমোনাই পীরের নেতৃত্বে মিয়ানমার অভিমুখের লংর্মাচের সাথে একাত্মতা ঘোষণা করেছে মাদানী কাফেলা বাংলাদেশ। এক বিবৃতিতে কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী ও সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ শাহবাগী শান্তির্পুণ লংমার্চে দলমত নির্বিশেষে মানবতাবাদী সকল মহলকে অংশ গ্রহনের আহবান জানান। একই সাথে আর্ন্তজাতিক বিশ্বকে আরো সোচ্চার ভুমিকা পালনের আহবান জানান।