সিলেটবুধবার , ১২ জুন ২০২৪
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়

সিলেট সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদের

Ruhul Amin
জুন ১২, ২০২৪ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সহ দেশবাসী এবং বিশ্বের মুসলমানদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আজহা শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হযরত ইবরাহীম (আঃ) মহান আল্লাহর উদ্দেশে প্রিয় বস্তুকে কুরবানী করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে আছে।

যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদ বলেন, প্রতিবছর কুরবানীর ঈদ পালনের মধ্য দিয়ে স্বচ্ছল মুসলমানগণ কোরবানিকৃত পশুর মাংস আত্মীয়-স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে মুসলমানদের সৌহার্দ ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ আজহা’র ঐকান্তিক কামনা।
হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক এই কামনা করে তিনি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।