বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) পদে সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী-কে মনোনীত করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগরীর ২৫নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ইকবাল কামাল। এছাড়াও ওয়ার্ড বিএনপি নেতা মারুফ আহমদ, জাবেদুল ইসলাম দিদার, বদরুল ইসলাম, আবুল কালাম, রফিক আহমদ ও তাজুল ইসলাম অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় ইকবাল কামাল বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্রীয় কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক পদে মিফতাহ সিদ্দিকী-কে মনোনীত করা একটি সময়োপযুগী সঠিক সিদ্ধান্ত। এ জন্য আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইকবাল কামাল।
তিনি বলেন, মিফতাহ সিদ্দিকী সিলেট বিভাগে বিএনপিকে শক্তিশালী করতে নিরলসভাবে সক্রিয় ভূমিকা পালন করবেন। রাজপথে থেকে সরকার বিরুধী সকল আন্দোলনে তার বলিষ্ঠ নেতৃত্বে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে সিলেটে বিএনপি’র কার্যক্রম আরো গতিশীল হবে।