সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ১৬৬৯ এর উদ্যোগে বন্যয় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান
২১ জুন শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার মইয়ারচর ও সোনাতলা এলাকা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মুমিন আহমদ, ইসলাম উদ্দিন, ফয়জুর রহমান, শুফির মিয়া, তাজ উদ্দিন, মনছুর আহমদ, ওলি মিয়া, লুতির উদ্দিন, আব্দুল কাদির, রহিম উদ্দিন, নিজাম উদ্দিন, বাবুল মিয়া, সুজন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বন্যার্তদের মধ্যে চিড়া, চিনি, গুড়, স্যালাইন ইত্যাদি বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান বক্তারা বলেন, দেশের যেকোনো দুর্যোগে সহায়তা নিয়ে মানুষের পাশে দাড়ানো সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। মানবতার ডাকে সাড়া দিয়ে বন্যয় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন
ত্রাণ সামগ্রী বিতরণ করছে।
বক্তারা বলেন, এই শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের কল্যাণে নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে। আগামীতেও মানব সেবামুলক কাজ অব্যাহত থাকবে।
বক্তারা অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষের সহযোগিতায় রাজনৈতিক সংগঠন, প্রবাসীরা, সামাজিক সংগঠন ও দানশীল ব্যক্তিবর্গদেরকে এগিয়ে আসার আহবান জানান।