গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ), সিলেট এর কার্যালয় পরিদর্শন করছেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ এর নির্বাহী সচিব মোঃ শহিদুল ইসলাম।
গত ২২ জুন শনিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয় পরিদর্শনকালে নির্বাহী সচিবের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উপ-পরিচালক (মূল্যায়ন) ফারহানা আক্তার, বরিশালের টিপিডিও’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী সহ কর্মকর্তাগণ।
পরিদর্শনকালে নির্বাহী সচিব মোঃ শহিদুল ইসলাম বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে সিলেটে জিডিএফ সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সিলেট জেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত জিডিএফ প্রতিষ্ঠানটি দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জীবন মান উন্নয়নে গৃহীত কার্যক্রম প্রশংসনীয়। তিনি প্রতিষ্ঠানের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র সভপতি মাসুম আহমদ চৌধুরী, সহ সভাপতি এডভোকেট রকিব আলী খান, মহাসচিব বায়জিদ খাঁন, যুগ্ম মহাসচিব সালামত রাজা চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ আলমগীর হোসেন, সদস্য প্রমেশ দত্ত, ডিসএ্যাবল্ড কমিউনিটি এডভান্সমেন্ট ফাউন্ডেশন (ডিকেফ)’র কোষাধ্যক্ষ দিদার আহমদ, প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের কোষাধ্যক্ষ শারমিন আক্তার রেবা, জিডিএফ-ডিকেফ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক জয়দ্বীপ রায় ও বায়জিত শিপন, সুপার ভাইজার রায়হান খান প্রমুখ।