রশীদ আহমদ:
নিউইর্য়কের ব্রুকলীনের বায়তুল মা’মুর মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান “বিএমএমসিসি ইসলামিক স্কুল” এর থার্ড কোয়ার্টার পরীক্ষার ফলাফল তথা প্যারেন্টস-টিচার্স কনফারেন্স গত ২৩শে জুন ২০২৪ রোববার সকাল সাড়ে দশটায় শুরু হয়ে দুপুর সাড়ে বারোটায় শেষ হয়।
স্কুলের উভয় বিভাগের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে কনফারেন্সে উপস্থিত ছিলেন,মাওলানা আমিনুর রহমান, হাফেজ মিজান উল্লাহ,হাফেজ আলী আকবর,হাফেজ রাহাত ইকবাল,হাফেজ জসীম উদ্দিন, হাফেজ তাওহিদুর রহমান তালহা, হাফেজ মাহিনুর রহমান,ব্রাদার আবদুল্লাহ হামী, সিস্টার কাওসার হিরা,মাসুমা ইয়াসমীন,সুফিয়া খানম ইমু,ফারিমা আক্তার ও হাবীবা আহমদ। আরো কয়েকজন টিচার্স ছুটিতে থাকায় উপস্থিত থাকা সম্ভব হয়নি।
আলহামদুলিল্লাহ, অভিভাবকরা নিজ নিজ বাচ্চাদের রিপোর্ট কার্ড নেয়ার জন্য প্যারেন্টস-টিচার্স কনফারেন্সে ৭০% প্যারেন্টস উপস্থিত ছিলেন। প্যারেন্টস-টিচার্স কনফারেন্সে যারা উপস্থিত হয়েছিলেন,সবাইকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ ও কৃতজ্ঞতা।